Monday, July 8, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গNaxalbari | বেহাল নকশালবাড়ি উপস্বাস্থ্যকেন্দ্র, সাপের আতঙ্কে থাকেন রোগীরা

Naxalbari | বেহাল নকশালবাড়ি উপস্বাস্থ্যকেন্দ্র, সাপের আতঙ্কে থাকেন রোগীরা

নকশালবাড়ি: উপস্বাস্থকেন্দ্রের বেহাল দশায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। সাপের ভয়ে রোগীরা স্বাস্থ্যকেন্দ্রমুখী হচ্ছেন না। এলাকার একমাত্র উপস্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তা জলকাদাময়। দু’দিকে চা বাগান ও জঙ্গলপূর্ণ। উপস্বাস্থ্যকেন্দ্রটি মান্ধাতা আমলে তৈরি কাঠের ঘর বিষধর সাপের আস্তানা তৈরি হয়েছে। টিনের শেড থেকে বৃষ্টির জল পড়ছে। কাঠের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হয় প্রসূতিদের। যে কোনও সময় সিঁড়ি ভেঙে দুর্ঘটনার শঙ্কা থাকছে। ধারাবাহিক বৃষ্টিতে এখানে বিষধর পতঙ্গ ও সাপের ঘাঁটি তৈরি হয়েছে। এই উপস্বাস্থ্যকেন্দ্র ঘিরে তাই নকশালবাড়ি চা বাগানের বাসিন্দারা আতঙ্কে  দিন কাটাচ্ছেন। এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী কিরোর বাড়ি। প্রধানের এলাকায় উপস্বাস্থ্যকেন্দ্রের এমন বেহাল দশা নিয়ে চা শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। পাশেই দোতলা নতুন ভবন তৈরির কাজ থমকে আছে। স্থানীয়রা জানান, এক বছর ধরে এই উপস্বাস্থ্যকেন্দ্রে কাজ বন্ধ। ফলে, বাসিন্দাদের এখনও ভরসা সেই কাঠের ঘর। বেশ কিছুদিন ধরে কাঠের ঘরে বিষধর সাপ ডেরা বেঁধেছে। চলতি পথে যখন তখন সাপ দেখা যাচ্ছে। এনিয়ে সবাই রীতিমতো আতঙ্কিত। সদ্য প্রসূতিরা নবজাতকদের নিয়ে আসতে চাইছেন না।

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে শিলিগুড়ি মহকুমার চার ব্লকেই অতিরিক্ত ৩৬টি সুস্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। অথচ নকশালবাড়ি চা বাগানের উপস্বাস্থ্যকেন্দ্রে ধরা পড়ল চূড়ান্ত অব্যবস্থার ছবি। স্থানীয়দের অভিযোগ, এই উপস্বাস্থ্যকেন্দ্রটি বাস্তবে পরিত্যক্ত স্থানের রূপ নিয়েছে। প্রাথমিক চিকিৎসা করাতে আসতেও দ্বিধাগ্রস্ত স্থানীয়রা। বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসায় এটি তৈরি হলেও আজ সেটি চূড়ান্ত বেহাল। আর্থিক অসামর্থ্যে চা বাগানের প্রসূতিরা বাধ্য হয়ে এখানে চেকআপে যান। স্থানীয় বাসিন্দা সুমন্তী উৎপল এদিন ১৮ মাসের শিশুকে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, ‘পাশেই দোতলা ভবনটি দ্রুত চালু হলে মায়েদের সুবিধা হয়। চারিদিকে জঙ্গল, কাঠের ঘরে যে কোনও সময় বিষধর পোকামাকড় শিশুকে কামড়ে দিতে পারে। আতঙ্কে  বাচ্চাকে সবসময় কোলে রাখি।’ বছর সত্তরের জুবেদা খাতুন জানান, বৃষ্টিতে বিষধর সাপ এখানে আশ্রয় নেয়। মাটির রাস্তায় সবসময়ই সাপ দেখা যায়। গোটা রাস্তা জলকাদা ভরা। সিঁড়ি চড়ে উপরে উঠতে কষ্ট হয়। নতুন ভবন চালু হলে সবার সুবিধা হবে। মামুনি মুন্ডা দ্রুত উপস্বাস্থ্যকেন্দ্র চত্বর সাফাইয়ের দাবি জানান। লাগোয়া চারটি বাগানের দুই থেকে তিন হাজার মানুষ এর উপর নির্ভরশীল। এপ্রসঙ্গে এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sheikh Hasina | বেজিং সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
এএইচ ঋদ্ধিমান, ঢাকা: চারদিনের সফরে সোমবার বেজিং যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফরে দু’দেশের মধ্যে কোনও চুক্তি স্বাক্ষর হচ্ছে না। তবে ২০টির...

Assam flood | বিপর্যস্ত অসম, ৩ দিন পর মিলল ছেলের দেহ

0
গুয়াহাটি: অবশেষে মিলল অবিনাশের নিথর দেহ। ঘটনার তিনদিন পরে রবিবার সকালে জ্যোতিনগর থেকে চার কিলোমিটার দূরে গুয়াহাটির রাজগড়ে উদ্ধার হয়েছে আট বছরের ছেলেটির দেহ।...

Mumbai | পোর্শে কাণ্ডের ছায়া মুম্বইতে, শিন্ডে সেনার নেতা-পুত্রের গাড়িতে পিষ্ট মহিলা 

0
মুম্বই: পুনের পোর্শে কাণ্ডের জের এখনও কাটেনি। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল খোদ মুম্বইয়ে (Mumbai)। রবিবার ওরলিতে একটি বিএমডব্লিউর ধাক্কায় (Accident) এক মহিলার...

Teacher stabbed | স্কুলের পোশাক না পরায় বকাবকি! ক্লাসেই শিক্ষককে ছুরি মেরে খুন ছাত্রের

0
গুয়াহাটি: স্কুলের নির্দিষ্ট পোশাক না পরায় একাদশ শ্রেণির ছাত্রকে ধমকেছিলেন শিক্ষক। তার জেরে শ্রেণিকক্ষেই শিক্ষক রাজেশ বড়ুয়া বেজওয়াড়াকে ছুরি দিয়ে আঘাত করে ছাত্র। শনিবার...

Matelli tea garden | মেটেলি চা বাগানে চিতাবাঘ ধরতে ফের বসল খাঁচা

0
মেটেলি: এখনও কাটেনি আতঙ্ক। মেটেলি চা বাগানে (Matelli tea garden) চিতাবাঘ ধরতে বন দপ্তরের তরফে ফের খাঁচা বসানো হল। বৃহস্পতিবার বাগানের ছোটা কোঠি লাইনের ২২...

Most Popular