শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Dilip Ghosh | ওয়াকফ আইনের বিরোধিতা! মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি দিলীপের

শেষ আপডেট:

রাজা বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Law) বিরোধিতা! রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে (Siddiqullah Chowdhury) গ্রেপ্তারের দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে বেরিয়ে এমনই মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, ‘সিদ্দিকুল্লা চোধুরীর মতো সাম্প্রদায়িক লোকেদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় এসেছেন। আর তাই নিরুপায় হয়ে এঁদেরকে মাথায় করে রেখেছেন। দেশদ্রোহিতার কারণে সিদ্দিকুল্লা চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলে ঢোকানো উচিত।’ ওয়াকফ নিয়ে অশান্তি হওয়ার পেছনে রাজ্যের শাসকদলের কিছু নেতার উসকানিকেই দায়ী করেছেন দিলীপ। তাঁর কথায়, এই ধরনের কোনও কিছু হলে, তার বিরোধিতায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের নামিয়ে দেওয়া হয়।

পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘অভিষেক তো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালে আহত পুলিশকর্মীদের দেখার পরে বলেছিলেন, উনি থাকলে কপালে নাকি গুলি করতেন। আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে? দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুন। সিংহাসন টলে যাবে। রাস্তায় নেমে আসবেন অভিষেক। আর সেই ভয়ে উনি চুপ।’ এদিন নানা বিষয়ে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলের সমালোচনা করেন দিলীপ। তাঁর সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সহ দলের অন্যান্য নেতারা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

SSC | এসএসসি ভবনের সামনে থেকে উঠল শিক্ষকদের অবস্থান! এবার গন্তব্য শহিদ মিনার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি ভবনের (SSC Office) সামনে...

SSC | এবার যোগ্য শিক্ষকদের তালিকায় নাম উঠল ববিতা সরকারের, আজ থেকেই যাবেন স্কুলে

গৌরহরি দাস, কোচবিহার: আদালতের রায়েই বিধায়ক তথা প্রাক্তন রাজ্য...

Murshidabad | ৪ কোটি টাকার মাদক পাচার করতে গিয়ে ধৃত ১

পরাগ মজুমদার, ভগবানগোলা: হাজারো বিধিনিষেধের পরেও বদলাচ্ছেন স্বভাব। অল্প...

Madhyamik result | জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন প্রকাশিত হবে না মাধ্যমিকের ফলাফল! কবে বেরবে রেজাল্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বদলে গেল মাধ্যমিকের ফল প্রকাশের...