দিনহাটা: রাতের অন্ধকারে তৃণমূল (TMC) গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির (Dinhata bombing) অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে দিনহাটা (Dinhata) ২ এর সাহেবগঞ্জ ভেকরাপুলে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
রাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে বাড়ির বাইরে এসে প্রধান অভিজিৎ বর্মন বোমাবাজির বিষয়টি দেখতে পান। তিনি বলেন, ‘ঘুম ভেঙে গেলে বাইরে এসে দেখি ধোঁয়া বেরোচ্ছে। বারুদের গন্ধ। বোমাবাজিতে গাড়িটির ক্ষতি হয়েছে।’ পাশাপাশি তাঁর অভিযোগ, ‘প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপির ১৫-২০টি গাড়ি কোনও না কোনও বুথে ঢুকে বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমরা প্রশাসনের দায়িত্বে আছি, অথচ আমরাই নিরাপত্তা পাচ্ছি না।’ এই ঘটনার সঙ্গেও বিজেপির (BJP) যোগ আছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনায় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে দেন। তবে এই ঘটনা নিয়ে জেলা বিজেপির সম্পাদক জীবেশ বিশ্বাস জানান, এঁরা নিজেরাই ঘটনা সাজিয়ে ঘটাচ্ছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।