প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটা পুরসভার (Dinhata Municipality) বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ল তৃণমূল (TMC) যুবর শহর ব্লক সভাপতি মৌমিতা ভট্টাচার্যর। শনিবার দিনহাটা থানায় তাঁকে ডাকা হয়েছে। পাশাপাশি ওই দিন ডাকা হয়েছে সদ্য প্রাক্তন পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরীকেও। পুলিশ সূত্রে খবর, বিকেল চারটেয় দিনহাটা থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। দিনহাটা থানার এক আধিকারিকের কথায়, ‘তদন্ত প্রক্রিয়া চলাকালীন তথ্যের ভিত্তিতে যাদের যাদের নাম আসছে তাদের সকলকেই ডাকা হবে। সেই দিক থেকে শনিবারও দুজনকে ডাকা হয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে পুরসভার হেড ক্লার্ক জগদীশ সেন ও কোষাধ্যক্ষ সম্রাট দাস সহ দুজন চতুর্থ শ্রেণির কর্মীকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। বিকেল থেকে রাত পর্যন্ত চলে টানা জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, সেখানেই বেশ কিছু নতুন তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে। আর তার ভিত্তিতে ডাকা হচ্ছে তৃণমূল যুবর শহর ব্লক সভাপতি ও পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যানকে। এর আগেও একবার গৌরীশংকরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, তাহলে সদ্য প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল যুবর শহর ব্লক সভাপতিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে? তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে চাইছে না তদন্তকারীরা। তবে দিনহাটা থানার তরফে যে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে তা স্বীকার করে নিয়েছেন মৌমিতা। কেন তাঁকে ডাকা হল? প্রশ্ন করতেই মৌমিতার স্পষ্ট জবাব, ‘আমি যে বিভাগে বসতাম সেখানে প্রায় সবাইকেই ডাকা হয়েছে, তাই হয়তো আমাকেও ডাকা হল।’ তদন্তকারীদের সহযোগিতা করবেন? তিনি বলেন, ‘অবশ্যই, তদন্তকারীরা যা জানতে চাইবে আমি যতটা জানি ততটা অবশ্যই জানাব তাদের। আগামীতে যদি আবারও ডাকা হয় তখনও যাব। আমি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।’
গত ২৪ ডিসেম্বর দিনহাটা থানায় বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি ঘটনা নিয়ে পুরসভার অভিযোগ পাওয়ামাত্রই দিনহাটা পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে। ওই ঘটনায় তারা গত ৩০ ডিসেম্বর পুরকর্মী উত্তম চক্রবর্তীকে প্রথম গ্রেপ্তার করে। এরপর পুরসভার তালিকাভুক্ত দুই ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের পুলিশি রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদে উঠে আসে একের পর এক পুর কর্মচারীর নাম। আর সেই সূত্র ধরেই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের জন্য গত কয়েকদিন থেকেই একটানা জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু নতুন তথ্য তাদের হাতে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই মৌমিতা ও প্রাক্তন চেয়ারম্যানকে ডাকা হচ্ছে।