মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Dinhata | বার্মিংহামে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে ভারতের হয়ে দৌঁড়াবে দিনহাটার সৌরভ

শেষ আপডেট:

দিনহাটাঃ আগামী ২৭ জুন থেকে বার্মিংহামের আলবামায় শুরু হতে চলেছে ২১ তম ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস ২০২৫। এই প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পেলেন দিনহাটা পুরসভার ১৬ নং ওয়ার্ডের যুবক সৌরভ সাহা। আগামি ৩০ জুন ভারতীয় পুলিশ অ্যান্ড ফায়ার দলের হয়ে ৪×১০০ মিটার দৌড়ের ইভেন্টে অংশগ্রহণ করবে সৌরভ।

খেলার প্রতি বরাবরই আগ্রহ রয়েছে সৌরভের। সৌরভ ২০১৮ সালে বিএসএফের চাকরিতে যোগদান করেন। তবে তাঁর স্বপ্নের দৌড় কখনই থেমে থাকেনি। আর তারই ফলস্বরূপ বার্মিংহামে এই সুযোগ। তবে সৌরভ জানায়, সুযোগ পাওয়ার জন্য তাঁকে অবশ্য অনেক পরিশ্রম করতে হয়েছে। এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার জন্য তাঁকে গত ২০২৪ সালের নভেম্বর মাসে দিল্লিতে আন্তঃ রাজ্য অ্যাথলেটিক্সদের মিটে সফলতা অর্জন করতে হয়েছে। সেখানেই সৌরভ ৪০.৭৩ সেকেন্ডে ৪×১০০ মিটার দৌড় শেষ করে ভারতীয় দলে জায়গা করে নেয়।

আর এই সুযোগ পাওয়ায় স্বভাবতই খুশি সৌরভ। তিনি জানান, আগামি ২৭ জুন ভারত থেকে ৬০ জনের অ্যাথলেটিক্স দল রওনা হচ্ছে বার্মিংহামের উদ্দেশ্যে। ভারতীয় দলকে বিদায় জানাতে গত ১৮ জুন  বর্ণাঢ্য অনুষ্ঠান হয় নয়াদিল্লির বিএন মল্লিক স্মৃতি অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তিনি ভারতীয় দলের ওপর গভীর আস্থা প্রকাশ করেন।

সৌরভ জানায়, বার্মিংহাম আলবামায় অনুষ্ঠিত ২১ তম ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস ২০২৫ এ ভারতের পাশাপাশি মোট ৭৮ দেশ অংশ গ্রহণ করছে। অলিম্পিকের মতো সেখানেও বিভিন্ন ইভেন্ট রয়েছে। সেখানে তিনি ৪×১০০ মিটার দৌড়ে অংশ গ্রহণ করবেন। তার খেলা ইভেন্ট রয়েছে ৩০ জুন। সৌরভ জানায়, তাঁর লক্ষ্য আরও কম সময়ে দৌড় শেষ করে দেশের হয়ে পদকজয়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Dredging | ভুটান সীমান্তবর্তী আরও নদীতে ড্রেজিংয়ের প্রস্তাব    

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: তিস্তা নদীর ড্রেজিংয়ের (Dredging) দায়িত্ব রাজ্য...

Shoaib Bashir | লর্ডস টেস্টে সিরাজকে আউট করেছিলেন, এবার দল থেকেই ছিটকে গেলেন সেই শোয়েব বশির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লর্ডস টেস্টে সিরাজের উইকেটটি নিয়ে...

Bengal Safari | সাফারি পার্কে নতুন তিন ‘তনয়’ সিংহী তনয়ার

রাহুল মজুমদার, শিলিগুড়ি : শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে খুশির...

Malda | রাজ্য স্তরের রেকর্ড ভেঙে জাতীয় স্তরে সুযোগ পলাশের

হরষিত সিংহ, মালদা : পরিবারে ‘নুন আনতে পান্তা ফুরায়’...