Saturday, June 3, 2023
HomeTop Newsইডির চার্জশিটকে হাতিয়ার করে এবার উদয়নের নিশানায় অমিত-নিশীথ!

ইডির চার্জশিটকে হাতিয়ার করে এবার উদয়নের নিশানায় অমিত-নিশীথ!

দিনহাটা: ইডির চার্জশিটকে হাতিয়ার করে এবার উদয়ন গুহর নিশানায় অমিত শা এবং নিশীথ প্রামাণিক! বিএসএফের মদতে গোরু পাচার হচ্ছে, ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে। এই নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ প্রশ্ন তোলেন, ‘শিক্ষা দপ্তরে দুর্নীতির কারণে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে বিএসএফের মদতে গোরু পাচার হলে সেই মন্ত্রকের অধীনে থাকা মন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হবে না?’ উদয়নের এহেন দাবি ঘিরে হইচই পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। যদিও বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু বলতে চাননি উদয়ন।

এর আগেও বিএসএফের বিরুদ্ধে সরব হয়েছেন উদয়ন গুহ। বিধানসভায় দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন, সীমান্ত এলাকায় তল্লাশির নামে বিএসএফ গ্রামবাসীদের হেনস্তা করে। এদিন দিনহাটায় তিনি নতুন করে অভিযোগ করে বলেন, ‘আদালতের নির্দেশে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ইস্যুতে তদন্ত করছে সিবিআই। আর সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। সম্প্রতি ইডি চার্জশিটে উল্লেখ করেছে, সীমান্ত দিয়ে যে গোরু পাচার হয়েছে, তাতে বিএসএফের মদত রয়েছে।’ এরপরই মন্ত্রীর প্রশ্ন, ‘শিক্ষা নিয়োগে দুর্নীতি ইস্যুতে যদি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে তাহলে গোরুপাচার ইস্যুতে বিএসএফের মন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হবে না?’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments