উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডে অভিনীত প্রথম ছবি মুক্তির পর (Bollywood debut) থেকেই নেটিজেনদের কটাক্ষের শিকার সইফ-পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। সম্প্রতি মুক্তি পেয়েছে ইব্রাহিম ও শ্রীদেবী-কন্যা খুশি কাপুর (Khushi Kapoor) অভিনীত ছবি ‘নাদানিয়ান’। ছবিটি দেখার পর দর্শকদের মনে হয়েছে অভিনয়ে খুব একটা দক্ষ নন ইব্রাহিম। একইভাবে ট্রোলিংয়ের শিকার খুশিও। তবে এই পরিস্থিতিতে ইব্রাহিমকে সমর্থন করেছেন বলিউডের পরিচালক বিক্রম ভাট (Vikram Bhatt)। তাঁর কাছে প্রথম ছবি হিসেবে ইব্রাহিমের অভিনয় ‘বেশ ভালো’ বলেই মনে হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রম বলেন, ‘আমি বুঝতে পারছি না ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন ট্রোল করা হচ্ছে। কারণ ছবিটির মুখ্য চরিত্রে থাকা ইব্রাহিম ও খুশি, দুজনকেই ভালো লেগেছে আমার। ছবিটি ভালো কিনা তা আলাদা বিষয়। কিন্তু আজকাল স্বজনপ্রীতি নিয়ে যে বিতর্ক চলছে তাতে জয়লাভ করার জন্য আপনাকে অভিনয়ে দুর্দান্ত হতে হবে। কিন্তু প্রথম ছবিতেই যে সেরা হতে হবে এমন কোনও কথা নেই।’ তিনি আরও বলেন, ‘ছবিটা আমার পছন্দ হয়নি। কারণ এই ধরনের ছবির আমি টার্গেট অডিয়েন্স না। এই ছবিটি নতুন প্রজন্মের জন্য। তবে একজন পরিচালক হিসেবে আমি ইব্রাহিমের অভিনয়ে কোনও ভুল খুঁজে পাইনি।’
পাশাপাশি প্রথম ছবিতে সইফের অভিনয়ের সঙ্গে ইব্রাহিমের অভিনয়ের তুলনা টেনে এনেছেন পরিচালক বিক্রম ভাট। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রথম ছবিতে সইফের অভিনয়ের চেয়ে অনেক ভালো অভিনয় করেছেন ইব্রাহিম। আমি লিখে দিতে পারি যে ইব্রাহিম একজন বড় তারকা হবেন।’