শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Disha Salian Death Case | দিশা সালিয়ান মৃত্যুরহস্য! আদিত্য ঠাকরে, রিয়া চক্রবর্তী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর (Disha Salian Death Case) ঘটনায় নতুন করে এফআইআর দায়ের হল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), দিনো মোরিয়া, সুরজ পাঞ্চোলি সহ একাধিকজনের বিরুদ্ধে। দিশার বাবা সতীশ সালিয়ানের আইনজীবী জানান, পুলিশ কমিশনার অফিস এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন) অফিসে এফআইআর দায়ের করা হয়েছে।

দিশা সালিয়ানের রহস্যমৃত্যুতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। গত সপ্তাহে দিশার বাবা সতীশ সালিয়ান মেয়ের মৃত্যুর পাঁচ বছর পর বম্বে হাইকোর্টে ফের এই ঘটনার তদন্ত শুরুর আবেদন জানিয়েছেন। আবেদনে উদ্ধব ঠাকরের বিধায়ক-পুত্র আদিত্যর বিরুদ্ধে তদন্ত চালানোর দাবি জানিয়েছেন তিনি।

২০২০ সালের ৮ জুন মুম্বইয়ে একটি বহুতল আবাসনের ১৫ তলা থেকে পড়ে দিশা সালিয়ানের মৃত্যুর খবর সামনে আসে। মুম্বই পুলিশ সেই ঘটনার তদন্তে দুর্ঘটনাজনিত কারণ দেখিয়ে মামলা বন্ধ করে দেয়। কিন্তু, দুর্ঘটনা অথবা আত্মহত্যার তত্ত্ব মানতে রাজি নন দিশার বাবা। তাঁর অভিযোগ, মেয়েকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছিল। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দ্বারা সেই ঘটনা তখনকার মতো ধামাচাপা দিয়ে দেওয়া হয়। বর্তমান আবেদনে দিশার বাবা জানান, ৮ জুন দিশা বাড়িতে একটি পার্টি দিয়েছিলেন। সেখানে হাজির ছিলেন আদিত্য ঠাকরে। তাঁর সঙ্গে ছিলেন দেহরক্ষীরাও। অভিনেতা সুরজ পাঞ্চোলি এবং দিনো মোরিয়া। যদিও এবিষয়ে আদিত্য ঠাকরের স্পষ্ট জবাব, এসব তাঁকে কলুষিত করার চেষ্টা। তিনি আদালতেই এর জবাব দেবেন।

এদিকে দিশার মৃত্যুর ঠিক ৬ দিন পর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা বললেও পরে আদালতের নির্দেশে তদন্ত সিবিআইকে হস্তান্তরিত করা হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Ritabhari Chakraborty | বাগদান সেরে ফেললেন অভিনেত্রী ঋতাভরী! পাত্র কে জানেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী...

Jagdeep Dhankhar | বিচারপতিরা সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবেন! সুপ্রিম রায় নিয়ে আক্রমণে উপরাষ্ট্রপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি রাজ্যপালদের পাঠানো বিল নিয়ে...

Samantha | হৃতিকের চেয়েও বেশি আকর্ষণীয় নাগা! আর কাকে ভালো লাগে সামান্থার?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিজের পুরনো এক সাক্ষাৎকারে সামান্থা...

Gujarat Accident | গুজরাটে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৬ জন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সরকারি বাস ও অটোর মুখোমুখি...