তাপস মালাকার, নিশিগঞ্জ : নিশিগঞ্জের পুজোয় এবার ডিজনিল্যান্ড পার্ক! নজরকাড়া এই থিমে মণ্ডপ সাজাচ্ছে নিশিগঞ্জ দীপ্তি সংঘ। আবার নিশিগঞ্জ ক্লাবের থিম ‘ময়ূরের সিংহাসনে মা’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’-কে থিম করে মণ্ডপসজ্জা করছে পশ্চিমপাড়া ইউনিট। আয়োজকরা দর্শক টানতে চেষ্টার খামতি রাখতে নারাজ। যদিও হঠাৎ আকাশের মুখ ভার হওয়ায় চিন্তিত মণ্ডপ কারিগররা।
নিশিগঞ্জে এবার ছোট-বড় মিলে ২৭টি দুর্গাপুজো হচ্ছে। তার মধ্যে সারাবছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য নিশিগঞ্জ ক্লাব জেলায় পরিচিত। স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন কাজ দেখতে একসময় রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি এই ক্লাবে এসেছিলেন। পুজো কমিটির সদস্য প্রকাশ দে বলেন, ‘‘এবার ‘ময়ূরের সিংহাসনে মা’ এই থিম সাজিয়ে তোলা হচ্ছে। সাবেকি প্রতিমা ও আলোকসজ্জা নজর কাড়বে।’’ পুজোর দিনগুলিতে মণ্ডপের সামনে সামাজিক ও স্বাস্থ্যসচেতনতামূলক বিভিন্ন পোস্টার প্রদর্শনী থাকবে। এছাড়াও মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন কৌশলের বার্তাও মণ্ডপে তুলে ধরা হবে। এবছর পুজোর ৬৯তম বর্ষ।
প্রতিবছর বিগ বাজেটের পুজোর আয়োজন করে দীপ্তি সংঘ। এবছর পুজোর ৫৯তম বর্ষে থিম ‘ডিজনিল্যান্ড’। গতবছর অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ করেছিল তারা। দীপ্তি সংঘের সভাপতি অতনু সাহা বলেন, ‘সারা পৃথিবীর মানুষের কাছে আকর্ষণ এই ডিজনিল্যান্ড। ছোটদের কাছে বেশি আকর্ষণীয় হবে এই থিম পার্ক। পার্কের বিভিন্ন দর্শনীয় অংশ ও কার্টুন চরিত্রগুলি ফুটিয়ে তোলার কাজ করছেন স্থানীয় শিল্পীরা।’ চতুর্থীর দিন মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। পুজোর সূচনা পর্বে গরিবদের নববস্ত্র দানের কর্মসূচি এবারও রয়েছে।
নিশিগঞ্জ পশ্চিমপাড়া ইউনিটের সদস্যরা একসময় নিজেরাই জীবন্ত স্ট্যাচু হয়ে পুজোর ক’দিন দর্শনার্থীদের সামনে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরতেন। এবছর সহজপাঠকে থিম করে মণ্ডপ সাজাচ্ছেন তাঁরা। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠের ছোট ছোট বাক্যের চিত্র ফুটিয়ে তোলা শিল্পী নন্দলাল বসুর ছবি দিয়ে সাজানো হবে মণ্ডপ। ইংরেজিমাধ্যমের রমরমার যুগে ছোটদের কাছে সহজপাঠকে তুলে ধরার প্রয়াস পুজো উদ্যোক্তাদের। অভিভাবকরাও এই মণ্ডপে খুঁজে পাবেন শৈশবের স্মৃতি।