করণদিঘি: পর্যাপ্ত মাছের জোগান দিতে উদ্যোগ নিল করণদিঘি পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তর। বর্ষায় ভরে উঠেছে পুকুর থেকে জলাশয়। তাই চলতি আর্থিক বছরে ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের মাধ্যমে শুক্রবার করণদিঘি পঞ্চায়েত সমিতি এলাকার মৎস্যচাষিদের মধ্যে এক হাজারটি মাছের চারা পোনা বিতরণ করা হল। চারা পোনাগুলো চার থেকে ছয় ইঞ্চি লম্বা ছিল। করণদিঘি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মিনা দাসের স্বামী খগেন দাস জানান মাছের চারা সহ খাবার ও চুন সবই বিনামূল্যে বিলি করা হয়েছে। ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক অরুনাভ চ্যাটার্জি জানান, প্রতি মৎস্য চাষিকে এক হাজার পিস করে রুই, কাতল সহ অন্যান্য মিশ্র মাছের চারা পোনা বিতরণ করার পাশাপাশি ২০ কেজি করে চুন দেওয়া হয়েছে। মোট চল্লিশ জনকে চারা পোনা বিতরণ করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদিঘি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতীশ তামাং, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামরুজ্জামান সহ অন্যান্যরা।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির
করণদিঘি: বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিপ্লব বিশ্বাস (৩৯)। করণদিঘি ব্লকের রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েতের...
Read more