বালুরঘাট: চিকিৎসক না থাকায় বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশ মর্গ থেকে দুটি দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হল। বৃহস্পতিবার তানে আজমতপুরের এক কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য মালদায় পাঠানো হয়৷ শুক্রবার বালুরঘাট শুভায়ন হোমে আত্মঘাতী হওয়া এক নাবালকের দেহ ময়নাতদন্তের জন্য মালদায় পাঠানো হয়। মূলত যে সব মৃত্যুতে মামলা হয় এবং বির্তক থাকে, সেইসব দেহ ময়নাতদন্তের জন্য মালদায় পাঠানো হয়৷ এই দুটি মৃত্যু নিয়ে বির্তক ছিল। তাই সঠিক রিপোর্ট পেতে মালদা মেডিকেেল পাঠানো হয়েছে৷