উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুপুর গড়িয়ে সন্ধ্যা নামল। তবু রাস্তা ছেড়ে নড়লেন না আন্দোলনরত চিকিৎসকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবেই বসে থাকবেন তাঁরা। প্রয়োজনে অবস্থান সারা রাত চলবে বলে জানালেন চিকিৎসকরা। লালবাজারের কাছ পর্যন্ত যেতে দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। কিন্তু মানছে না পুলিশ। ছাত্রদের মতোই নিজেদের সিদ্ধান্তে অনড় পুলিশও। এখনও পর্যন্ত মানা হয়নি আন্দোলনকারীদের দাবি। ব্যারিকেডের ওপারে বসে পড়েছেন পুলিশ কর্তারা।
এখনও রাস্তা বন্ধ। তবে দমছেন না আন্দোলনকারীরা। মাইকে বাজানো হচ্ছে গান। নতুন উদ্যমে চলছে রাস্তা লিখন। সাদা, হলুদ, লাল, কালো কালিতে স্লোগান লিখে রাস্তা ভরাচ্ছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে কথা বললেন পুলিশের অতিরিক্ত কমিশনার অশেষ বিশ্বাস। তিনি বলেন, ‘‘লালবাজারে এসে কথা বলুন।’’ কিন্তু বিনীতের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। তাঁদের দাবি, যত দূর মিছিল করার অনুমতি দেওয়া হয়েছিল, তত পর্যন্তই যেতে দিতে হবে মিছিল। নয়তো আসতে হবে স্বয়ং কমিশনারকে। তাঁরা সাফ বলে দিলেন, ‘৩৬ ঘণ্টা ডিউটি করে আমরা অভ্যস্ত। রাত জাগতে সমস্যা নেই! যতক্ষণ না ওঁরা দাবি মানছেন, এক পা-ও নড়ব না এখান থেকে।‘