উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডোম্মারাজু গুকেশকে দু’দিন আগেই দুর্বল দাবাড়ু বলে কটাক্ষ করেছিলেন ম্যাগনাস কার্লসেন। দাবার বোর্ডে কার্লসেনের এই মন্তব্যের মোক্ষম জবাব গুকেশ। গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব পর্বে সুপারইউনাইটেড র্যাপিড ২০২৫–এ কার্লসেনকে ফের হারিয়ে দিলেন বিশ্ব চ্যাম্পিয়ন এই ভারতীয় দাবাড়ু। এই জয়ের ফলে জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে উঠলেন গুকেশ।
বৃহস্পতিবার আবারও গুকেশের কাছেই হারলেন নরওয়ের তারকা দাবাড়ু কার্লসেন। এদিন গুকেশ কালো ঘুঁটি দিয়ে খেলা শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই কার্লসেন পিছিয়ে পড়েন। ৪৯টি চালের পর অবশেষে কার্লসেন রিটায়ার করে নেন। কয়েক সপ্তাহ আগে ক্লাসিক্যাল ফর্ম্যাটে কার্লসেনকে হারিয়েছিলেন গুকেশ। এ বার বৃহস্পতিবার র্যাপিড ফর্ম্যাটে বিশ্বের এক নম্বরকে হারালেন চেন্নাইয়ের টিনএজার। এদিন কার্লসেনকে হারিয়ে গুকেশ বুঝিয়ে দিয়েছেন, তিনিই আগামীর দাবাবিশ্বের তারকা। গুকেশ বলছেন, ‘দেওয়ালে পিঠ ঠেকে গেলে কি করতে হয়, আমি জানি। তাই তখন জয়ের জন্য আমি সব কিছুই করি।’
গুকেশের বিরুদ্ধে ম্যাচের শুরুর দু’দিন আগেই কার্লসেন মন্তব্য করেছিলেন, ‘গুকেশ এর আগের বার ভালোই পারফর্ম করেছিল। কিন্তু ওকে প্রমাণ করতে হবে এই ফর্ম্যাটে ও সেরা প্লেয়ার। ওকে এই টুর্নামেন্টে খেলার সময়ে মনে করব, অন্যতম দুর্বল প্লেয়ারের বিরুদ্ধেই খেলছি।’ কয়েক সপ্তাহ আগে ক্লাসিক্যাল ফর্ম্যাটে কার্লসেনকে হারিয়েছিলেন গুকেশ। এ বার বৃহস্পতিবার র্যাপিড ফর্ম্যাটে বিশ্বের এক নম্বরকে হারালেন চেন্নাইয়ের টিনএজার।
টুর্নামেন্টে এর পরবর্তী ম্যাচগুলি হবে ব্লিৎজ ফর্ম্যাটে। টানা পাঁচটি গেমে জিতলেন গুকেশ। এর আগের দুই রাউন্ডে তিনি হারিয়েছেন উজবেকিস্তানের নদিরবেক আবদুসাত্তারভ ও আমেরিকান ফাবিয়ানো কারুয়ানা।