মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Donald Trump | ভারতীয় বংশোদ্ভূতের উপরই ভরসা ট্রাম্পের, কৃত্রিম বুদ্ধিমত্তায় হোয়াইট হাউসের পরামর্শদাতা হচ্ছেন শ্রীরাম

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ট্রাম্পের প্রশাসনে জায়গা করে নিলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত (Indian-American)। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে হোয়াইট হাউসের (White House) নীতি নির্ধারণে সিনিয়ার অ্যাডভাইজর হিসেবে শ্রীরাম কৃষ্ণনকে (Sriram Krishnan) নিয়োগ করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। রবিবার সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজেই।

ট্রাম্প ওই পোস্টে বলেন, ‘বিজ্ঞান এবং প্রযুক্তিগত ক্ষেত্রে হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পরামর্শদাতা হিসেবে কাজ করবেন শ্রীরাম কৃষ্ণন।’ হোয়াইট হাউসে ডেভিড স্যাকসের সঙ্গে কাজ করবেন তিনি। স্যাকসকেও আমেরিকার প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্রিপ্টোকারেন্সি নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এদিকে প্রশাসনে তাঁকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য শ্রীরাম ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্পকে। শ্রীরাম বলেন, ‘দেশের সেবা করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। ডেভিড স্যাকসের সঙ্গে যৌথভাবে আমেরিকাকে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহারে শীর্ষস্থানে পৌঁছনোর নিরন্তর চেষ্টা চালাব।’

শ্রীরামের নিয়োগে উচ্ছ্বসিত ভারতীয় বংশোদ্ভূতরাও। শ্রীরামের জন্ম চেন্নাইয়ে। এর আগে মাইক্রোসফট, এক্স (সাবেক টুইটার), ইয়াহু, ফেসবুক সহ বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়েই নতুন প্রশাসনে কে জায়গা পাবেন, তা স্পষ্ট হবে। ইতিমধ্যেই শ্রীরামের মতো ট্রাম্পের প্রশাসনে জায়গা করে নিয়েছেন আরও কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

IPL | ৩৫ বলে শতরান, ১৪ বছরের বৈভবের চওড়া ব্যাটে জিতল রাজস্থান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বয়স কেবল ১৪। আর এই...

India-Pakistan | ‘ভারতের সঙ্গে যুদ্ধ আসন্ন’, পাক মন্ত্রীর গলায় সেনাকে শক্তিশালী করার বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ভারতের হামলা (India-Pakistan) নিয়ে...

RG Kar victim | মৃত্যুর পরও সক্রিয় ছিল অভয়ার ফোন! আদালতে বড় দাবি পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আর জি কর মেডিকেল কলেজে...

Ukraine-Russia War | ইউক্রেন রাশিয়ার মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি! একতরফা ঘোষণা পুতিনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেন রাশিয়ার মধ্যে চলতে থাকা...