উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে ফের বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার হোয়াইট হাউসেই এক কর্মসূচিতে তিনি জানান, যুদ্ধ বন্ধ না হলে তিনি ভারত-পাকিস্তান ২ দেশকেই ব্যবসা বন্ধের চাপ দিয়েছিলেন। ট্রাম্পের বক্তব্য, যুদ্ধ বন্ধ না হলে ব্যবসায় প্রভাব পড়বে বলেও জানিয়েছিলেন তিনি। সুতরাং ট্রাম্পের দাবি, ভারত পাকিস্তান ২ দেশের মধ্যে যুদ্ধ বিরতির নেপথ্যে ছিল ব্যবসাই। তিনি জানান, ভারত ও পাকিস্তান ২ দেশকেই বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা সাহায্য করতে প্রস্তুত। অপারেশন সিন্দুর কার্যকর হওয়ার পর হওয়ার পর আজই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি কী বলেন তা জানতে মুখিয়ে রয়েছে দেশ সেই আবহে ট্রাম্পের দাবি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন ফের একবার ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেন। তিনি আশা প্রকাশ করেন ভারত পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষ বিরতি দীর্ঘস্থায়ী হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বন্ধ করা গিয়েছে। দুই দেশেরই প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে। দেখে মনে হচ্ছিল, দুই দেশের কেউই থামতে চাইছে না।’ এখানেই আসরে নেমে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিকে হাতিয়ার করেন ট্রাম্প। তিনি জানান, দুই দেশকেই তিনি ব্যবসা বন্ধের হুমকি দেন। তাঁর কথায়, ‘আমরা বলেছিলাম, এটা বন্ধ করুন। আমরা আপনাদের সঙ্গে অনেক বাণিজ্য করতে পারি। আপনারা এটা বন্ধ করলে আমরা বাণিজ্য করতে পারি। কিন্তু যদি আপনারা এটা বন্ধ না-করেন, আমরা কোনও বাণিজ্য করব না।’