উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এই নিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দখলে গেল। আর জয়ী হয়েই এক অনন্য নজির গড়লেন ট্রাম্প। ১৩২ বছরের রেকর্ড ভেঙে একবার প্রেসিডেন্ট পদের থাকার পর পরাজিত হয়ে ফের জয়লাভ করে হোয়াইট হাউসে (White House) ফিরলেন তিনি। ফলে একটানা নয়, ৪ বছর মেয়াদের ব্যবধানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। অতীতে এমন প্রত্যাবর্তনের নজির গড়েছিলেন একমাত্র গ্রোভার ক্লিভল্যান্ড (Grover Cleveland)।
গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৫ থেকে ১৮৮৯ সাল এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের পদে ছিলেন। এদিকে ২০১৬ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যাওয়ায় টানা দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসতে ব্যর্থ হন তিনি। তবে চার বছর পর ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প (US Presidential Election 2024)। শুধু তাই নয়, বিগত ২০ বছরে জনপ্রিয় ভোটে জয়ী প্রথম রিপাবলিকান প্রার্থী ট্রাম্প, এমনটাই মনে করা হচ্ছে।
এর আগে একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প। এমনকি একের পর এক অপরাধমূলক মামলায় অভিযুক্তও হয়েছেন তিনি। তা সত্ত্বেও পুনরায় নির্বাচনে নামার সিদ্ধান্ত নেন তিনি। বয়সের ভার, নানা সমালোচনার মুখে পড়ে জো বাইডেন এবারের নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ালেও ট্রাম্প কিন্তু নিজের জায়গায় অনড় ছিলেন। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী তথা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) মুখোমুখি হন তিনি। প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল ট্রাম্প ও কমলার মধ্যে। অবশেষে কমলাকে হারিয়ে জয়ের হাসি হাসলেন ট্রাম্পই।