উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের কালোমেঘ! এবার গাজা (Gaza) দখলের কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump on Gaza) মুখে। চলতি সপ্তাহে আমেরিকায় গিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, গাজা তাঁদের হবে। সেখানে তাঁরা কাজ করবে। গাজায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর সরিয়ে ফেলা হবে। সেখানে অর্থনৈতিক উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে, আবাসন গড়ে তোলা হবে। স্থানীয় মানুষ বাস করতে পারবেন। প্রেসিডেন্টের বক্তব্যে সহমত জানান নেতানিয়াহু। তাঁর কথায়, ট্রাম্পের পরিকল্পনা গাজার ইতিহাস বদলে দিতে পারে। পাশাপাশি ট্রাম্পেরও প্রশংসা শোনা যায় নেতানিয়াহুর মুখে। আমেরিকার সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করেন তিনি। আমেরিকা ও ইজরায়েলের বন্ধুত্ব কতটা মজবুত, সেকথাও শোনা যায় ইজরায়েলের প্রধানমন্ত্রীর মুখে।