উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শপথগ্রহণের আগে বড় স্বস্তি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার ঘটনায় জেল বা জরিমানা কিছুই হবে না তাঁর। কিছুদিন আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছিল নিউ ইয়র্কের আদালত। তারপর থেকেই সংশয় তৈরি হয়েছিল ট্রাম্পের কী হবে তা নিয়ে। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প। ঠিক তার আগে এই রায় উদ্বেগ বাড়িয়েছিল রিপাবলিকান শিবিরে। যদিও আজ নিউইয়র্কের আদালতের বিচারক জুয়ান মার্চান জানিয়ে দেন, জেল বা জরিমানা কিছুই হচ্ছে না ট্রাম্পের। তবে তাঁর শাস্তির ঘোষণা রেকর্ডে থাকবে।
২০০৬ সালে পর্নস্টার স্ট্রর্মি ড্যানিয়েলসের সঙ্গে লাস-ভেগাসের এক হোটেলে রাত্রিযাপন করেন ট্রাম্প। এই খবরটি ২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। সেই সময় স্টর্মি ড্যানিয়েলসকে মোটা টাকা ঘুষ দিয়ে খবরটি মিথ্যা বলে চালানোর চেষ্টা করেন ট্রাম্প। এরপরই পর্নস্টার স্টর্মি আদালতে যান। ।
যদিও ট্রাম্প বরাবরই এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করে এসেছেন। ২০২৪ সালে মে মাসে প্রথম এই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের কারণে সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। এরপর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার পর তিনি শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। এমনকি ২০ জানুয়ারি শপথগ্রহণ পর্যন্ত সাজা পেছানোর আর্জিতেও রাজি হয়নি আদালত। এতে আরও চাপে পড়েন ট্রাম্প। আজ শুক্রবারই তাঁর সাজা ঘোষণা হওয়ার কথা ছিল। শুনানিতে ফ্লোরিডা থেকে ভার্চুয়ালি এদিন হাজিরা দেন ট্রাম্প। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। সেখানেও ট্রাম্প আর্জি জানান তিনি সম্পূর্ণ নির্দোষ। এরপরই বিচারক জুয়ান মার্চান বলেন, ‘নিঃশর্ত মুক্তিই তাঁর শাস্তি।’ তবে নিঃশর্ত মুক্তি পেলেও ট্রাম্প আদালতের রায়ে দোষীই থাকছেন। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামী হিসেবেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।