উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনে জয়ের পর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump spoke to Putin)। সূত্রের খবর, বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাসভবন থেকে পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের (Donald Trump)। কথোপকথনের মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ।
রিপোর্টে দাবি, পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন ট্রাম্প। ইউরোপে আমেরিকার সেনাবাহিনী যে মজুত রয়েছে, তাদের ক্ষমতার কথাও ফোনে পুতিনকে স্মরণ করিয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। তবে দুই রাষ্ট্রনেতার এই আলোচনার খবর সরকারিভাবে প্রকাশ করা হয়নি। আমেরিকা এবং রাশিয়া দুদেশই এই বিষয়টি নিয়ে চুপ।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। আলোচনায় উঠে আসে যুদ্ধ প্রসঙ্গ। রিপাবলিকান নেতা একাধিকবার দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্টে কুর্সিতে তিনি থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এতখানি গড়াত না। তবে কি এবার দু’দেশের সংঘাত মেটাতে পারেন ট্রাম্প? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। সাতটি সুইং স্টেটই ডেমোক্র্যাটদের হাত থেকে তিনি ছিনিয়ে নিয়েছেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য আনুষ্ঠানিক অভিষেক হবে ট্রাম্পের।