ওয়াশিংটন: আরও বিপাকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট! ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার আরও বড় অভিযোগ চার্জশিটে জমা পড়ল। হোয়াইট হাউস ছাড়ার আগে মার্কিন সরকারের গোপন নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
আমেরিকার ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন চার্জশিটে উল্লেখ করেছে, ২০২১-এর জানুয়ারিতে ট্রাম্প যখন হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার রিসর্টে যান তখন বহু নথি নিয়ে গিয়েছিলেন। তাতে উল্লেখ করা হয়েছে, পরমাণু গবেষণা সংক্রান্ত নথি থেকে শুরু করে সিআইএ, পেন্টাগনের বহু নথি নিয়ে গিয়েছিলেন ট্রাম্প। বিষয়টি জানার পর ট্রাম্প বেশ কিছু ফাইল তুলে দিলেও আরও নথি নিজের কাছে রেখে দিয়েছেন বলে অভিযোগ।
মার্কিন আইন অনুযায়ী সরকারের যে কোনও নথি প্রশাসনের হেপাজতেই থাকবে। ভোটে রাষ্ট্রপতি বদল হলে সেইসব নথি তিনি ব্যক্তিগত হেপাজতে নিতে পারবেন না। তা আমেরিকার জাতীয় সুরক্ষার প্রশ্নে গুরুতর অপরাধ। ট্রাম্পের ক্ষেত্রে সেইসব অভিযোগ এনেই ৩৭টি ফৌজদারি মামলা ও ৪১টি ধারায় সরকারি গোপনীয়তা লঙ্ঘনের মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার মিয়ামি আদালতে সশরীরে হাজিরা দিতে হবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। ওয়াকিবহাল মহলের মতে, বড় শাস্তি হতে পারে ট্রাম্পের। এর আগে ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, এই মামলায় তাঁকে মূল অভিযুক্ত করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনার জন্য তিনি আক্রমণ করেন বাইডেন প্রশাসনকেও।