উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানে ইজরায়েলি হামলা বন্ধে আমেরিকার হস্তক্ষেপ চেয়ে জোর আহ্বান জানাচ্ছেন ইউরোপীয় কূটনীতিকরা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়ে দিলেন, ইজরায়েলকে হামলা বন্ধ করতে বলা কঠিন। শুক্রবার নিউ জার্সিতে (New Jersey) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইজরায়েল (Israel) জয়ের দিকে এগোচ্ছে। তাই তাদের এই মুহূর্তে হামলা বন্ধ করতে বলা কঠিন হবে।
ট্রাম্পের কথায়, ‘ইজরায়েল এখন জিতছে। এই পরিস্থিতিতে জয়ী পক্ষকে কিছু বলা কঠিন। কিন্তু আমরা প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। আমরা ইরানের সঙ্গে কথা বলছি।’ তবে ইজরায়েলকে সরাসরি সমর্থন করা হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার আগে আমেরিকা সময় নেবে বলেও জানিয়েছেন তিনি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় রাখছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, ইজরায়েল-ইরান (Israel-Iran) সংঘাতের জেরে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। উভয়পক্ষেরই মৃতের সংখ্যা বাড়ছে। সংবাদ সংস্থার মতে, ইজরায়েলের বিমান হামলায় ইরানে ৬৩৯ জন নিহত হয়েছেন। যাঁর মধ্যে রয়েছেন সিনিয়র সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী। স্থানীয় কর্তৃপক্ষের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত-পাক উত্তেজনার সময় ট্রাম্পের মুখে মধ্যস্থতার কথা শোনা গেলেও ইরান-ইজরায়েলের ক্ষেত্রে তাঁর এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।