উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইস্পাত এবং অ্যালুমিনিয়ামজাত পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হওয়ার পরই নতুন হুঁশিয়ারি ট্রাম্পের (Donald Trump)! এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) (EU) পণ্যের উপর আরও বেশি পরিমাণ শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, কানাডার (Canada) জন্যও এই হুমকি দিয়ে রাখলেন তিনি। তাঁর কথায়, আমেরিকার প্রধান বাণিজ্য অংশীদাররা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে তাঁরা বাণিজ্যে বাধা পাচ্ছেন।
ট্রাম্পের বক্তব্য, ইইউ আগামী মাসে কিছু মার্কিন পণ্যের উপর পালটা শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে না আসলে, তাদেরও একই পথে হাঁটতে হবে। এদিকে, কানাডার সঙ্গেও আমেরিকার শুল্কযুদ্ধ অব্যাহত রয়েছে। শুল্ক, পাল্টা শুল্ক দর কষাকষিতে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের বক্তব্য, ‘আমি মনে করি, আমরা একটি বিশ্ব অর্থনীতিতে বাস করি। সবকিছুই একে অপরের সঙ্গে যুক্ত। যদি কোনও বাণিজ্যযুদ্ধ শুরু হয়, তবে আমার বিশ্বাস এতে সকলেই হেরে যাবে।’
প্রসঙ্গত, দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই কানাডা, মেক্সিকো এবং চিনের বিভিন্ন পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপর ধাপে ধাপে বিশ্বের অন্য দেশগুলির উপরও ট্রাম্প তাঁর নতুন শুল্কনীতি চাপানোর কথা ঘোষণা করেছেন। বাদ যায়নি ভারতও।