ওয়াশিংটন: চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পকেই (Donald Trump) ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। রিপাবলিকান নেতার আইনজীবীরা এবার জনাদেশকে গুরুত্ব দিয়ে পর্নস্টার ঘুষ মামলায় ট্রাম্পের সাজা বাতিলের আবেদন করলেন ম্যানহাটন জেলা আদালতে। সোমবার আর্জি পেশ করা হয়েছে।
সূত্রের খবর, ২০০৬ সালে পর্নস্টারের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের খবর সামনে আসে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে বিষয়টি তাঁকে যাতে বেকায়দায় না ফেলতে পারে, সেজন্য ওই পর্নস্টারের মুখ বন্ধ করতে ট্রাম্প বিপুল অর্থ তাঁকে দেন। অর্থ দেওয়া বাবদ একটি চুক্তিও সই করান। কিন্তু তারপরও তিনি মুখ বন্ধ করেননি। ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক প্রকাশ্যে উল্লেখ করে হইচই ফেলে দেন। ট্রাম্প তা খণ্ডন করলেও আদালতে দোষী সাব্যস্ত হন। সেই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত হন। সেই মামলার সাজা রদ করতে তাঁর আইনজীবীরা এখন ঝাঁপিয়ে পড়েছেন। এখন আদালত কী করে সেটাই দেখার।