চালসা: সোমবার থেকে খুলল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। হাতছানি দিচ্ছে ডুয়ার্স (Dooars)। এদিন উত্তরীয় পরিয়ে গরুমারার জাতীয় উদ্যানের গেটে পর্যটকদের (Tourists) স্বাগত জানাল বন দপ্তর (Forest department)। এখন থেকে বনাঞ্চলে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। পাশাপাশি যেতে পারবেন ডুয়ার্সের জাতীয় উদ্যানে, করতে পারবেন হাতি সাফারি।
বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর, বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় হিসেবে ধরা হয়। একই সঙ্গে বর্ষার কারণে জঙ্গলে গাছপালাও বেড়ে যায়। এই সময় জঙ্গলের মধ্যে বাড়ে সাপের উপদ্রবও। তাই বন্যপ্রাণী এবং পর্যটক দু’তরফের সুবিধার্থেই ফি-বছর এই সময় জঙ্গলের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি থাকে। ফলে এতদিন বন্ধ ছিল গরুমারা, জলদাপাড়া, চাপরামারি, বক্সা, নেওড়া সহ সমস্ত বনাঞ্চল।
এদিন সকালে গরুমারার জাতীয় উদ্যানের গেটে পর্যটকদের উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান বনকর্মীরা। প্রথমদিনই পর্যটকদের গাড়ি নিয়ে গরুমারা জঙ্গলে ঢুকতে দেখা যায়। এদিন মূর্তি টিকিট কাউন্টার থেকে প্রথম শিফটে সব টিকিটই ছিল বুক। পর্যটকরা বলেন, ‘বনকর্মীরা যেভাবে বরণ করে আমাদের স্বাগত জানালেন, সত্যি ভালো লাগলো। এদিন থেকে ফের জঙ্গল খুলে গেল। খুব ভালো লাগছে।’