IMA Bengal | নির্বাচনে ঘুঁটি সাজাচ্ছেন সুশান্ত, উত্তরবঙ্গ লবি নিয়ে ফের শঙ্কা

শেষ আপডেট:

সৌরভ দেব, জলপাইগুড়ি: ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) বেঙ্গল (IMA Bengal) শাখার গত নির্বাচন বাতিল ঘোষণা হতেই পালে হাওয়া পেয়েছে বিরোধী গোষ্ঠী। নতুন করে আইএমএ বেঙ্গল শাখার নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঘুঁটি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন ডাঃ সুশান্ত রায়। তাঁর সক্রিয়তায় চিকিৎসক মহলের ধারণা, আইএমএ বেঙ্গল শাখার নির্বাচনকে ঘিরে ফের ঘুরে দাঁড়াতে পারে উত্তরবঙ্গ লবি। অন্যদিকে যাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আইএমএ হেডকোয়ার্টার বেঙ্গল শাখার নির্বাচন প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করেছে সেই চিকিৎসক সজল বিশ্বাসও একইভাবে নির্বাচনে অংশ নিতে উদ্যোগী হয়েছেন। ফলে আইএমএ’র বেঙ্গল শাখার নির্বাচনে সুশান্ত-সজল দুই গোষ্ঠীর সমীকরণ কী হবে, তা নিয়ে চিকিৎসক মহলেও জল্পনা শুরু হয়েছে।

আইএমএ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে, আগামী দুই মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে বেঙ্গল শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে। সম্প্রতি শাসকদলের মদতে তৈরি হওয়া প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফে আইএমএ বেঙ্গল শাখার নির্বাচনে প্যানেল জমা পড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। সেক্ষেত্রে ডাঃ সুশান্ত রায় নিজে উত্তরবঙ্গ লবির হয়ে আলাদা প্যানেল দেবেন নাকি প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হবেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

ডাঃ সুশান্ত রায় শনিবার বলেন, ‘আমরা বরাবর চাইছি গণতান্ত্রিকভাবে আইএমএ নির্বাচন হোক। কিন্তু যাঁরা এতদিন বেঙ্গল শাখার দায়িত্বে ছিলেন তাঁরা সেটা চাননি। আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি। প্যানেল তৈরির বিষয়ে সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। যদি সকলে চান তাহলে আমি নিজেও সম্পাদক পদে লড়াইয়ের জন্য রাজি রয়েছি।’ যদি প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন প্যানেল জমা দেয় সেক্ষেত্রে কী হবে, এই প্রশ্নের উত্তরে সুশান্ত বলেন, ‘আমি দু-একদিনের মধ্যে কলকাতায় যাচ্ছি। সেখানে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা নির্বাচনে জয়ী হলে সরকারের পাশে থেকেই মানুষ এবং চিকিৎসকদের জন্য কাজ করব।’

আরজি করের ঘটনায় উত্তরবঙ্গ লবির মাথা হিসেবে পরিচিত সুশান্ত রায়ের নাম জড়িয়ে পড়ে। সেই সময় থেকেই স্বাস্থ্য দপ্তরে একের পর এক অনিয়মের পিছনে এই লবির কলকাঠি নাড়ার অভিযোগ ওঠে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসকের বদলি থেকে শাসকদলের অনুগত ডাক্তারি পড়ুয়াদের অবৈধ সুবিধা দেওয়া, থ্রেট কালচার- এমন নানা বিতর্কিত ঘটনায় তাদের নাম জড়ায়। এমনকি নির্বাচনের পর এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরীক্ষায় গণটোকাটুকির পিছনেও উত্তরবঙ্গ লবির নাম ওঠে।

নির্বাচনের মুখেই বেঙ্গল আইএমএ সুশান্ত রায়কে সংগঠন থেকে সাসপেন্ড করা হয়েছে বলে ঘোষণা করে। সেই সঙ্গে সুশান্তকে নির্বাচনে অংশ নেওয়া এবং তাঁর তৈরি করা প্যানেল জমা দিতে বাধা দেয় বিরোধী গোষ্ঠী। পরবর্তীতে সুশান্ত কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন জানান। কেন্দ্রীয় কমিটি সেই সময় সাফ জানিয়ে দেয়, সুশান্তকে সাসপেন্ড করার পদ্ধতি মানেনি রাজ্য শাখা। সুশান্ত তাঁর সদস্যপদ ফিরে পান। আবার নির্বাচনে লড়াইয়ের পড়ে পাওয়া সুযোগ তিনি হাতছাড়া করবেন না বলেই চিকিৎসক মহল মনে করছে।

অন্যদিকে, লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন শিলিগুড়ি আইএমএ’র সদস্য ডাঃ সজলকুমার বিশ্বাস। এদিন তিনি বলেন, ‘আমি মনে করি আইএমএ সম্পূর্ণ একটি চিকিৎসকদের সংগঠন। এখানে কোনও রাজনৈতিক প্রভাব থাকতে পারে না। কিন্তু এতদিন পর্যন্ত রাজ্য আইএমএতে যাঁরা ছিলেন তাঁরা রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করেছেন। ফলে আইএমএ বাদে রাজ্যে চিকিৎসকের একাধিক সংগঠন তৈরি হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গে সব থেকে বড় শিলিগুড়ির আইএমএ শাখা। আমরা এই শাখা থেকেই গত নির্বাচনে ৭ জন চিকিৎসক লড়াই করেছিলাম। কিন্তু আমাদের মনে হয়েছিল নির্বাচন প্রক্রিয়া আইএমএ-র গাইডলাইন মেনে হয়নি। যে কারণে আমি কেন্দ্রীয় কমিটি এবং পরবর্তীতে ট্রাইবিউনালে অভিযোগ দায়ের করেছি। আমরা চাই বেঙ্গল আইএমএতে গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচন হোক। আমরা এই নির্বাচনে আবারও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Bolder export | সোমবার থেকে ফুলবাড়ি দিয়ে বাংলাদেশে যাবে না ভুটানের ট্রাক, হুঁশিয়ারি ভারতীয় ব্যবসায়ীদের    

ফুলবাড়িঃ সোমবার থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হবে...

Heroin smuggling | শিলিগুড়ি হয়ে হেরোইন কারবার নেপাল-ভুটানে, নজরে পাব-বার

শিলিগুড়িঃ শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট করে হেরোইন যাচ্ছে ভুটান, নেপালেও!...

Darjeeling | বোর্ড পুনর্গঠন হয়নি, উন্নয়ন থমকে পাহাড়ে

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ২০১৪ সালে রাজ্য সরকার দার্জিলিং পাহাড়ে...