নয়াদিল্লি: পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কে-৫ তৈরি করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৯০০০ কিলোমিটার। ২০০০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম এই ঘাতক ক্ষেপণাস্ত্র।
ভারতের কাছে কে-৪ সিরিজের ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭৫০ থেকে ৩৫০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে আরও অত্যাধুনিক সংস্করণ হিসেবে তৈরি করা হচ্ছে কে-৫ ক্ষেপণাস্ত্রকে। শত্রুপক্ষের র্াডারকে ফাঁকি দেওয়ার পাশাপাশি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। সর্বাধিক ৯ হাজার কিলোমিটার দূরত্বে নিখুঁত আঘাত হানতে পারে এই কে-৫ ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি ৮-১২ হাজার কিলোমিটার পাল্লার কে-৬ ক্ষেপণাস্ত্রও তৈরি করছে ডিআরডিও। ৩৯ ফুট দীর্ঘ এই ক্ষেপণাস্ত্র ৩০০০ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। নৌবাহিনীর সাবমেরিনে মোতায়েন করা হবে কে-৫ এবং কে-৬ ক্ষেপণাস্ত্র। ভারত মহাসাগরে মোতায়েন করা সাবমেরিন থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে পাকিস্তান এবং চিনের অনেক এলাকা এর আওতায় চলে আসবে।