নয়াদিল্লি: কাঁধে বহনযোগ্য এক ট্যাংকবিধ্বসী ক্ষেপণাস্ত্রের (Anti-Tank Guided Missile) সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের নাম ‘ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল’।
ডিআরডিও জানিয়েছে, রাজস্থানের জয়সলমেরে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটিকে কাঁধে বসিয়েই ছোড়া যাবে। দিনের আলোর পাশাপাশি রাতেও সমানভাবে কর্মক্ষম এই ক্ষেপণাস্ত্র। আড়াই কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। লঞ্চার সহ এর ওজন মাত্র ১৫ কেজি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী সফল পরীক্ষার জন্য ডিআরডিও এবং সেনাকে অভিনন্দন জানিয়েছেন। গত ১৪ এপ্রিল প্রথমবার ট্যাংকবিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল।