শিলিগুড়িঃ সোমবার থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে আমন্ত্রণমূলক টেবিল টেনিস টুর্ণামেন্ট ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের সেরা বাছাই প্যাডলাররা ছাড়াও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একাধিক প্যাডলার। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য ডাক পেয়েছেন শিলিগুড়ির চার প্যাডলার। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে চেন্নাইয়ে।
জানা গিয়েছে, টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় চেন্নাইয়ের জওহরলাল ইন্ডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে আমন্ত্রণমূলক টেবিল টেনিস টুর্ণামেন্ট ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। এই আসরে অনূর্ধ্ব ১১, ১৩ ও ১৫ বিভাগে ছেলে ও মেয়ে মিলিয়ে অংশ নেবে দেশ-বিদেশের মোট ৭২ জন প্যাডলার। এর মধ্যে ভারতের রয়েছে সেরা ৬০ জন। বাকি ১২ জন অন্যান্য দেশের প্রতিযোগী। প্রতিযোগিতার উদ্যোক্তা ড্রিম স্পোর্টস ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, দেশের নামী খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করতেই আয়োজন করা হয়েছে এই চ্যাম্পিয়নশিপের। পাশাপাশি টেবিল টেনিস খেলোয়াড়দের শারীরিক, মানসিক বিকাশের জন্য আমন্ত্রিত খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হবে একাধিক কর্মশালা। প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য সারা দেশে টেবিল টেনিসের বিকাশ।
এই ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে শিলিগুড়ির অনূর্ধ্ব ১৫ বিভাগে শিলিগুড়ির প্রতীতি পাল, শ্রেয়া ধর, অনূর্ধ্ব ১৩ বিভাগে বিশাল মণ্ডল এবং অনূর্ধ্ব ১১ বিভাগে জেম মহালানবিশ। এদের মধ্যে প্রতীতি, বিশাল এবং জেম শিলিগুড়ি টেবিল টেনিস অ্যাকাডেমির খেলোয়াড়। প্রতিযোগিতায় সাফল্য পেতে টানা ৭-৮ ঘণ্টা ধরে অনুশীলন করেছে প্রতীতি, বিশালরা। পদক জয়ে তাঁরা যথেষ্টই আশাবাদী। এদের প্রশিক্ষণ দিয়েছেন শিলিগুড়ি টেবিল টেনিস অ্যাকাডেমির কোচ অমিত দাম ও সৌমেন মালাকার। অমিত দাম জানিয়েছেন, এই ধরণের প্রতিযোগিতা খেলোয়াড়দের মানসিক বিকাশে অত্যন্ত জরুরী। অপর কোচ সৌমেন মালাকার আশাবাদী, অ্যাকাডেমির খেলোয়াড়দের হাত ধরে এবারও একাধিক পদক আসবে শিলিগুড়িতে।