উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটার দিনে দেদার ভুরিভোজ হবেই। কিন্তু এই ভুরিভোজের পরই অনেকে ভোগেন গ্যাস-অম্বলের সমস্যায় (Bloating Problem)। এমন পরিস্থিতিতে অ্যান্টাসিড না খেয়ে চুমুক দিতে পারেন এই পানীয়গুলিতে…
১. হজম সংক্রান্ত যে কোনও সমস্যা নিমেষে দূর করতে খান জিরে ভেজানো জল। গরমে পেট ফাঁপার সমস্যা হলেও দারুণ কাজ দেয় এই পানীয়।
২. উষ্ণ জলে লেবুর রস এবং মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। এই পানীয় শুধু মেদ ঝরাতে নয়, হজম সংক্রান্ত নানারকম সমস্যা দূর করতেও সাহায্য করে।
৩. রোজের গ্যাস, অম্বলের মতো সমস্যা দূর করতে জোয়ান অত্যন্ত উপকারী। পেট ফাঁপার সমস্যাতেও দারুণ কাজ দেয় জোয়ান ভেজানো জল।