প্রিয়দর্শিনী বিশ্বাস, শিলিগুড়ি: সব ঠিক থাকলে চলতি মাসেই ফাঁসিদেওয়া (Phansidewa) ব্লকের বিধাননগরে আসতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। বৃহস্পতিবার শিলিগুড়িতে (Siliguri) সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছে ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল।
২৪ এবং ২৫ এপ্রিল বিধাননগরের সন্তোষিণী বিদ্যাচক্র হাইস্কুলের মাঠে হতে চলেছে ইন্টারন্যাশনাল আদিবাসী সাঁওতাল কনফারেন্স। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। তাঁদের বক্তব্য, রাষ্ট্রপতি ছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে আমন্ত্রণ জানানো হয়েছে কনফারেন্সে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না, আইনমন্ত্রী মলয় ঘটককেও আমন্ত্রণ জানিয়েছে কাউন্সিল।
ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের কার্যনির্বাহী সভাপতি নরেশকুমার মুর্মু বলছেন, ‘আদিবাসী-সাঁওতালদের নিজেদের ভাষা, কৃষ্টি তুলে ধরার পাশাপাশি সাংবিধানিক অধিকার, লিপি, সংস্কৃতি সংরক্ষণ নিয়ে আলোচনা হবে কনফারেন্সে। কথা হবে বিশ্ব উষ্ণায়নের মতো বিষয় নিয়েও।’ কাউন্সিলের সম্পাদক চুনিয়া মুর্মুর বক্তব্য, ‘প্রতি দুই বছর অন্তর এই কনফারেন্সের আয়োজন করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে এবারই তা প্রথম অনুষ্ঠিত হতে চলেছে। প্রথমে বাংলাদেশে কনফারেন্স আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে তা এদেশে করা হচ্ছে। বাংলাদেশ, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে মানুষ এতে অংশ নেবেন।’
সাঁওতাল কাউন্সিলের তরফে দাবি করা হয়েছে, ২৪ এপ্রিল বিকেলে বিধাননগরের সন্তোষিণী বিদ্যাচক্র হাইস্কুলের মাঠে রাষ্ট্রপতি কনফারেন্সে যোগ দেবেন। চুনিয়া মুর্মুর সংযোজন, ‘এই কনফারেন্সে দেশের রাষ্ট্রপতির আসার কথা। তাই বাছাই করা ১৫০০ জনকে নিয়ে এই কর্মসূচি করা হবে। প্রশাসন বিষয়টি দেখছে। ২৫ এপ্রিলের অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অবসরপ্রাপ্ত আমলারা থাকবেন।’ চুনিয়া, নরেশের পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে কাউন্সিলের সদস্য ছোটন কিসকু উপস্থিত ছিলেন।