মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

Hyderabad | ডাক্তারের ভাড়া বাড়িতে মাদক চক্রের ডেরা! গ্রেপ্তার চিকিৎসক, পলাতক ৩ সহযোগী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে এক চিকিৎসকের ভাড়া বাড়িতেই গড়ে উঠেছিল মাদকচক্রের ডেরা। তেলেঙ্গানার আবগারি দপ্তরের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর বিশেষ অভিযানে অবশেষে পর্দাফাঁস হল সেই বড়সড় মাদক পাচার চক্রের। মুশিরবাদ এলাকায় জন পল নামের এক স্নাতকোত্তর চিকিৎসকের ভাড়া বাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা এই চক্রের মূল ডেরা সিল করে দিয়েছে STF।

পুলিশ সূত্রে খবর, STF-এর ‘বি টিম’ এদিন জন পলের বাড়িতে অভিযান চালিয়ে ছয় প্রকারের উচ্চ-মূল্যের মাদক বাজেয়াপ্ত করেছে। চিকিৎসক জন পলকে হাতেনাতে গ্রেপ্তার করা হলেও, তাঁর তিন সহযোগী— প্রমোদ, সন্দীপ এবং শরৎ বর্তমানে পলাতক।

এসটিএফ আধিকারিকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা গেছে, জন পল নিজেও মাদক সেবন করতেন। তাঁর নেশার খরচ জোগাড় করার জন্যই তিনি এই পাচার চক্রে যোগ দেন। এই চক্রে তাঁর মূল ভূমিকা ছিল— তাঁর বাড়িটিকে চক্রের গোপন ও সুরক্ষিত বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেওয়া।

সূত্রের খবর, প্রমোদ, সন্দীপ এবং শরৎ-এর মতো তাঁর পলাতক সহযোগীরা দিল্লি এবং বেঙ্গালুরুর মতো বড় মেট্রোপলিটন শহরগুলি থেকে বিপুল পরিমাণে মাদক সংগ্রহ করত। সংগ্রহ করা মাদক সরাসরি জন পলের মুশিরবাদের বাড়িতে পৌঁছে দেওয়া হত। এই ত্রয়ীই ক্লায়েন্ট বা ক্রেতা খুঁজে দিত এবং পল সেই মাদক তাদের কাছে বিক্রি করতেন। তাঁর বাড়িটি ডেরা হিসেবে ব্যবহারের বিনিময়ে, জন পলকে বিনামূল্যে মাদক ব্যবহারের সুযোগ দেওয়া হত।

STF-এর এই অভিযানে যে পরিমাণ এবং বৈচিত্র্যের মাদক উদ্ধার হয়েছে, তাতে তদন্তকারী দলও বিস্মিত। উদ্ধার হওয়া মাদকের তালিকা ও পরিমাণ নিম্নরূপ:
ওজি কুশ (OG Kush): ২৬.৯৫ গ্রাম
এমডিএমএ (MDMA): ৬.২১ গ্রাম
এলএসডি (LSD): ১৫টি স্টিক
কোকেন (Cocaine): ১.৩২ গ্রাম
গুম্মাস (Gummus): ৫.৮০ গ্রাম
হ্যাশিশ অয়েল (Hashish Oil): ০.০০৮ গ্রাম

ঘটনার পর পুলিশ জন পলের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে এবং চক্রের অন্যান্য মূল পাণ্ডাদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে। এই চক্রটি ঠিক কতদিন ধরে এবং কোন কোন এলাকায় তাদের জাল বিস্তার করেছিল, তা খতিয়ে দেখছে আবগারি দপ্তর।

Share post:

Popular

More like this
Related

Bihar Election | বিহারে ক্ষমতায় এনডিএ না মহাগঠবন্ধন? বুথ ফেরত সমীক্ষায় মিলল বড় ইঙ্গিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার ভোটের (Bihar Election) ২...

Supreme Court | ‘এসআইআর নিয়ে কেন এত ভয় পাচ্ছেন?’ মামলাকারীদের বার্তা শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিহারে এসআইআর নিয়ে আগেই মামলা...

Partha Chatterjee | বাড়িতে পৌঁছতেই পার্থকে বরণ আত্মীয়দের, সত্যের জয় হবে বলে আশা প্রকাশ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ থেকে ২০২৫-এর নভেম্বর পর্যন্ত...

CM Mamata Banerjee | ১১০টি মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কী সুবিধে মিলবে এতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে পাহাড়ি...