মেখলিগঞ্জ: গোপন সূত্রে খবর পেয়ে সাত লক্ষাধিক টাকার ক্যাপসুল উদ্ধার করল বিএসএফ। বুধবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্ত এলাকায়। জানা গিয়েছে, এদিন ওই সীমান্ত এলাকা দিয়ে একদল পাচারকারী ওই নেশার ওষুধগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ৪০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সেগুলি বাজেয়াপ্ত করে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। বিএসএফের তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশা থাকার সুযোগে পাচারকারীরা যাতে চোরাচালানের চেষ্টা করতে না পারে সেজন্য সীমান্তে বাড়তি নজরদারি রয়েছে। এতে সাফল্যও মিলছে। পাচার রুখতে সীমান্তে বিএসএফ সর্বদাই সতর্ক রয়েছে।
আরও পড়ুন : ছোটবেলার শহরেই খুনের হুমকি পেলেন এমবাপে