উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লস আঞ্জেলেস জ্বলছে দাবানলের লেলিহান শিখায়। পুরে ছারখার হয়ে গিয়েছে বহু তারকার বাড়ি। এবার নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হল পপ তারকা ডুয়া লিপাকেও। আগুনের গ্রাস রেহাই দেয়নি তাঁর বাড়িকে। সমাজমাধ্যমে এই ভয়ঙ্কর দাবানলের ভিডিও ভাগ করে নিয়েছেন তিনি।
তিনি লিখেছেন,“লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী এবং ভয়ঙ্কর। এই দাবানলের জন্য যাদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হল, তাঁদের কথা ভাবছি।” এই সময়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন,“যারা অর্থ প্রদান করতে চান অথবা আশ্রয় দিতে চান গৃহহারাদের, তাঁদের জন্য আমি কয়েকটি লিঙ্ক সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছি।” তবে তিনি নিজে যে নিরাপদে রয়েছেন সে কথা জানাতেও ভোলেননি গায়িকা।
প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর আগুনের গ্রাসে পুরে ছাই হয়ে গিয়েছে পালিসাডেসের হাজার হাজার একর জমি। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই অগ্নিকান্ডের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। ওই অঞ্চল ছেড়ে সকল মানুষকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে লস অ্যাঞ্জেলসের দমকল বিভাগ।