মাম্পী চৌধুরী, শিলিগুড়ি: বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে স্বনির্ভর হওয়ার প্রবণতা বেড়েছে। অনেকেই স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্যবসার পথ বেছে নিচ্ছেন। সেখান থেকে তাঁরা ভালো রোজগারও করছেন। এই ধরনের বিভিন্ন ব্যবসার মধ্যে একটা হল হাঁস প্রতিপালন (Duck Farming)। খুবই অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যায়। তাই হাঁস পালন বর্তমানে অনেকের কাছে আয়ের একটি নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠেছে। তুলনামূলকভাবে কম পুঁজিতে শুরু করা যায় ব্যবসা। তাছাড়া সঠিক পরিকল্পনা ও যত্নের মাধ্যমে ভালো লাভ করা যায়।
শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার অনিলনগরের বাসিন্দা বাইশ বছর বয়সি বাবু বর্মন হাঁস প্রতিপালন করে নতুন আয়ের দিশা খুঁজে পেয়েছেন। বাবু জানালেন, হাঁস পালন শুরু করার জন্য বড় পরিমাণ অর্থের প্রয়োজন হয় না। মাত্র ১৫ হাজার টাকা দিয়ে তিনি হাঁস পালন শুরু করেছিলেন। এখন তাঁর খামারে খাঁকি ক্যাম্পবেল এবং ভারতীয় রানার এই দুই প্রজাতির হাঁস রয়েছে। প্রথমে মাত্র ৫০টি হাঁস দিয়ে শুরু করলেও এখন তার খামারে প্রায় ৫০০টি হাঁস রয়েছে। ডিমের পাশাপাশি মাংসের বাজারেও চাহিদা রয়েছে দুই প্রজাতির হাঁসের। বাবুর কথায়, ‘হাঁস ও হাঁসের ডিম বিক্রি করে প্রতি মাসে ৮৫ থেকে ৯০ হাজার রোজগার হয়।’
বাবুর এমন ব্যবসা দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার বেশ কয়েকজন তরুণ। স্থানীয় শিবু দাস, রাজা রায় সহ আরও অনেকে এখন বাবুর কাছ থেকে হাতেকলমে হাঁস প্রতিপালন করা শিখছেন। বাবুর কাছে হাঁস প্রতিপালন করতে আসা শিবু বললেন, ‘হাঁস পালন একটি ভালো ব্যবসা। অল্প পুঁজিতে আর ছোট জায়গাতে হয়ে যায়। অন্য যে কোনও কাজের পাশাপাশি বিকল্প আয়ের ভালো মাধ্যম। তাই শিখে রাখতে চাই।’