Monday, September 16, 2024
HomeBreaking NewsMaharashtra । টাকার অভাবে মেলেনি অ্যাম্বুল্যান্স, দুই সন্তানের দেহ ১৫ কিলোমিটার বয়ে...

Maharashtra । টাকার অভাবে মেলেনি অ্যাম্বুল্যান্স, দুই সন্তানের দেহ ১৫ কিলোমিটার বয়ে নিয়ে গেলেন দম্পতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পাশাপাশি টলমল পায়ে হেটে চলেছে দু’জন মানুষ। কাঁধে ঝুলছে দুটি শিশু। মানুষ দুটি ঝাপসা হয়ে আসা দৃষ্টি কোনমতে আটকে রেখেছে রাস্তায়। বুকের ভেতরটাও অস্বাভাবিক ফাঁকা। মাঝে মাঝে ডুকরে কেঁদে উঠলে তাও শোনাচ্ছে অনেকটা গোঙানির মত। খালি পায়ে হেটেই চলেছে তাঁরা। রাস্তাও শেষ হয় না, বাড়িও আসে না। বাড়ি যদিও বুকের ভেতরটার মতই বড় ফাঁকা লাগবে আজকের পর থেকে, কারণ পাশাপাশি হেটে চলা মানুষ দুটি স্বামী-স্ত্রী। আর তাঁদের কাঁধে ঝুলছে নিজেদের প্রাণের প্রিয় দুই শিশু-সন্তানের প্রাণহীন দেহ। টাকার অভাবে অ্যাম্বুল্যান্স জোগাড় না করতে পারায় সময়মতো হাসপাতালে নিয়ে আসতে পারেননি দুই সন্তানকে। হেঁটে হেঁটে যখন নিয়ে এলেন তার কিছুক্ষণ পরই মৃত্যু হয় দুজনের।

ঘটনাটি মহারাষ্ট্রের গড়চিরৌলির। পরিবার জানিয়েছে, হঠাৎ জ্বর এসেছিল দু’জনেরই। হাসপাতাল ১৫ কিলোমিটার দূরে। কিন্তু টাকা ছাড়া তো অ্যাম্বুলেন্স মিলবে না। অত টাকা কই? অগত্যা কাঁধে করেই দুই শিশুপুত্রকে নিয়ে ছুটেছিলেন তাঁরা। কিন্তু বিধি বাম। হাসপাতালে পৌছলেও কয়েক ঘন্টার মধ্যেই অবস্থার আরও অবনতি ঘটে। সময়মত চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে দুই হতভাগ্য সন্তান। কিন্তু টাকা না থাকায় ছেলেদুটির মৃতদেহ নিয়ে যাওয়ার জন্যও জোটেনি কোনও অ্যাম্বুলেন্স। তাই যেভাবে কাঁধে করে এনেছিলেন সেভাবেই সন্তানদের দেহ দুটি কাঁধে চাপিয়েই ফেরার পথ ধরলেন দম্পতি।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে। প্রশ্নের মুখে রাজ্য সরকার এবং প্রশাসনের ভুমিকা। তবে এটিই কিন্ত প্রথম নয়। এই ঘটনা কিন্তু উস্কে দিচ্ছে, ২০১৬ সালে ওড়িশার কালাহান্ডির বাসিন্দা দানা মাঝির স্ত্রীর মৃত্যুর ঘটনা। সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তখনও কোনও অ্যাম্বুলেন্স জোটাতে না পেরে ৬৭ কিলোমিটার পথ মৃতদেহ বয়ে নিয়ে নিজের গ্রামে পৌঁছেছিলেন দানা মাঝি। ২০২২ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই ঘটনা ঘটে এক ব্যক্তির সঙ্গে। কাঁধে করে নিজের সন্তানের দেহ নিয়ে হেটে বাড়ি ফিরতে হয় তাকে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Indira Jai Singh | মঙ্গলে জুনিয়র ডাক্তারদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন ইন্দিরা, কে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার আরজি কর কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে। এই শুনানিতে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং। সুপ্রিম কোর্টে...

Maharashtra | মহারাষ্ট্রের থানেতে খুদে পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সাত বছরের এক খুদে পড়ুয়াকে স্কুলের ভেতরেই শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অন্তর্গত থানের এক বেসরকারি ইংরেজি...

Durgapur | রেলে চাকরি দেওয়ার নামে ৩০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, ধৃত ১

0
দুর্গাপুরঃ রেলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৩০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে...

Chhattisgarh | ডাইনিবিদ্যা চর্চার অভিযোগ! ছত্তিশগড়ের আদিবাসী গ্রামে পিটিয়ে হত্যা করা হল পাঁচজনকে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডাইনিবিদ্যা বা উইচক্র্যাফট(witchcraft) চর্চার অভিযোগে দুই দম্পতি ও মহিলাকে পিটিয়ে হত্যা করা হল। রবিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত সুকমা...

Electrocution | হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, অল্পের জন্য প্রাণরক্ষা হলেও বিদ্যুতস্পৃষ্ট ১২    

0
কিশনগঞ্জঃ বিদ্যুতের ১১হাজার ভোল্টের হাইটেনশন তার ছিঁড়ে বিদ্যুতস্পৃষ্ট হলেন একই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়ার হরিয়াবাড়ি গ্রামে। বিদ্যুতের...

Most Popular