নয়াদিল্লি: অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেট। দলীপ ট্রফির মাধ্যমে ঘরোয়া ক্রিকেট মরশুম শুরুর আগেই সংবাদ শিরোনামে দলীপ ট্রফি। আজ দুপুরের দিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে ই-মেল করে ঘোষণা করা হয়েছে, আসন্ন দলীপে খেলবেন না রবীন্দ্র জাদেজা। তিনি কেন খেলবেন না, তার কোনও ব্যাখ্যা বোর্ডের তরফে দেওয়া হয়নি। রাত পর্যন্ত অলরাউন্ডার জাড্ডুর কোনও পরিবর্তের নামও ঘোষণা হয়নি।
শুধু জাদেজা নন, মহম্মদ সিরাজ ও উমরান মালিকও দলীপ ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁদের দলীপে না খেলার কারণ ভিন্ন। দুজনই অসুস্থ বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে। সেই অসুস্থতা কতটা গুরুতর, স্পষ্ট নয়। বোর্ডের তরফে জানানো হয়েছে, সিরাজের বদলি হিসেবে দলীপে খেলবেন জোরে বোলার নভদীপ সাইনি। চোটের কারণে নভদীপও দীর্ঘসময় ক্রিকেটের বাইরে ছিলেন। আর উমরানের পরিবর্ত হিসেবে নাম ঘোষণা হয়েছে গৌরব যাদবের।