চোপড়া: বিজয়া দশমী শেষ, হয়ে গেছে লক্ষ্মী পুজোও। কিন্তু তারপরও চোপড়ার (Chopra) নন্দকিশোরগছ গ্রামে বুধবার সন্ধেয় অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো। বৃহস্পতিবার থেকে পুজো উপলক্ষে স্থানীয় মন্দির প্রাঙ্গণে শুরু হবে তিনদিন ব্যাপী শতাব্দী প্রাচীন জহরা মেলা। প্রতিবছর দশমীর আটদিনের মাথায় এখানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এলাকার মানুষের কাছে এ আরেক দুর্গোৎসব হিসেবে পরিচিত। স্থানীয়রা এখানকার পুজোকে অষ্টমী দুর্গাপুজো বলে। মেলা কমিটির সম্পাদক অজয় পাল জানান, এখানকার পুজো এবার ১৩৭তম বর্ষ। একদিনেই এই পুজো হয়। পুজো কমিটির সহ সভাপতি গণেশ পাল বলেন, ‘স্থায়ী মন্দিরে সারা বছর প্রতিমা থাকে। পুজোর আগে নতুন প্রতিমা আনা হয়। এখানে এক চালায় সিংহবাহিনী দুর্গার সঙ্গে কার্তিক,গণেশ,লক্ষ্মী ও সরস্বতী সহ ২৮ জন দেবদেবী থাকে।’ জানা গেছে, একসময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জহরা পাল ও কুতুব পাল নাকি এই অষ্টমী দুর্গাপুজোর সূচনা করেন। জহরা পালের নামেই জহরা মেলা নামকরণ হয়।
Chopra | দশমীর আট দিনের মাথায় চোপড়ায় ফের দুর্গাপুজো! কী ইতিহাস এই অষ্টমী দুর্গার?
শেষ আপডেট:

