Friday, November 8, 2024
Homeউত্তরবঙ্গDurga Puja Market | মিলেছে বোনাস, শেষ রবিবারে চা বলয়ে জমজমাট পুজোর...

Durga Puja Market | মিলেছে বোনাস, শেষ রবিবারে চা বলয়ে জমজমাট পুজোর বাজার

নাগরাকাটাঃ গত শনিবারই শেষ হয়েছে সব বাগানের বোনাস পর্ব। তাই পুজোর আগের শেষ রবিবারের দিকেই তাকিয়ে ছিলেন ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে বানারহাট পর্যন্ত বিস্তীর্ণ তল্লাটের হাট ব্যবসায়ীরা। তাঁদের হতাশ করেননি খদ্দেররা। এদিন আর ওয়ান ডে-র মেজাজে নয়। কার্যত টি-টোয়েন্টির মারকাটারি ঢঙ এ বেঁচা কেনা সেরে বাড়ি ফেরেন ক্রেতা-বিক্রেতা প্রত্যেকেই। দিনের শেষে নিজেদের সন্তুষ্টির কথা জানাচ্ছেন প্রত্যেকেই। মালবাজার হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক কমল দত্ত বলছেন, “যা খবর সব হাটেই ব্যবসা মোটের ওপর ভালই হয়েছে। তবে পুজোর আগে আর একটি রবিবার হাতে পাওয়া গেলে আরও ভাল হত।”

ডুয়ার্সের হাট মূলত রবিবার কেন্দ্রিক। এই দিনটিতে ওদলাবাড়ি, মালবাজার, মেটেলি, মঙ্গলবাড়ি (আংশিক), চম্পাগুড়ি, লুকসান, বানারহাট, ধনতলার মতো এলাকায় হাট বসে। বিস্তীর্ণ তল্লাটের বাসিন্দারা সেখানে ভিড় জমান সারা সপ্তাহের বাজার করার জন্য। অন লাইন ট্রেডিং এর জমানায় অবশ্য জেনারেশন জেড এখন আর সেই অর্থে হাটমুখো নন। তবে এখনও বোতাম টেপা ছোট মোবাইলই ভরসা চা শ্রমিক পরিবারের বাড়ির অভিভাবকদের কেনাকাটির একমাত্র স্থান সেই হাট-ই। তাঁদের উপচে পড়া ভিড়েই এদিন সমস্ত হাট ছিল জমজমাট।

মিনগ্লাস চা বাগান থেকে মালবাজারের হাটে পুজোর বাজার সারতে এসেছিলেন সুনিতা ওরাওঁ নামে এক শ্রমিক। তাঁর কথায়, ‘বাড়ির সবার জন্যেই কিছু না কিছু কিনে নিয়ে গেলাম। পুজো বলে কথা।’ সেখানকার এক কাপড়ের ব্যবসায়ী স্বপন সরকার বলেন, ‘বিক্রি ভালই ছিল। এমন রবিবারের জন্যেই তো সারা বছরের অপেক্ষা।’ শনিবার নগদে বোনাস পেয়েছেন নাগেশ্বরী বাগানের ফুলমতি টোপ্পো। মেটেলি হাট থেকে পুজোর কেনাকাটি সারার ফাঁকেই তিনি বলেন, ‘সব জিনিসেরই দাম খুব বেড়ে গিয়েছে। এটাই বড় সমস্যা। বাজেট কাটছাট করেই বাজার সারতে হল।’ ওই হাটের লক্ষ্মী মাহাতো নামে এক রেডিমেড বস্ত্র বিক্রেতার কথায়, ‘ক্রেতাদের চাহিদার ধরণ দিনকে দিন বদলে যাচ্ছে। আধুনিক স্টাইলের জামা কাপড়ই তাঁদের প্রথম পছন্দ। সেরকমই মাল এনেছিলাম।’

বানারহাট হাটে তো তিলধারণের জায়গাও ছিল না। আশপাশের ২৪ টি চা বাগানের শ্রমিকরা এসেছিলেন কেনাকাটি সারতে। সেখানে এন্ড্রুউ ইউলের যে ৪ চা বাগানের বোনাস সমস্যা ছিল সেখানকার শ্রমিকরাও টাকা পেয়ে গিয়েছেন। ওই কোম্পানীরই কারবালা চা বাগানের শোভা ওরাওঁ নামে এক শ্রমিক বলেন, ‘প্রথম কিস্তিতে ১১ শতাংশের বোনাস পেয়েছি। কিছু টাকা হাতে রেখে বাকিটা কেনাকাটিতে খরচ করে দিয়েছি।’

লুকসান হাটে শঙ্কর সাহা নামে এক জুতোর দোকানী বলছেন, ‘সকাল থেকেই আনলিমিটেড খদ্দের এসেছে। ভালো বিক্রি করে বাড়ি ফিরছি।’ এক গাল হাসি মুখে জিভ কেটে তাঁর সংযোজন, ‘টাকার অংক আর নাই বা বললাম।’ চম্পাগুড়ির হাট চা বাগান ঘেরা। লাগোয়া ৭ টি বাগানের শ্রমিকরা সেখানে এসে শেষ মুহুর্তের বাজার করে যান। জামা কাপড়, জুতো, মণিহারি সামগ্রী ছাড়াও দশেরা পুজোর সামগ্রীও কিনতে দেখা যায় তাঁদের। ওদলাবাড়িতে সন্ধ্যা ঘনিয়ে আসলেও হাট চলতেই থাকে। সেখানকার হাট ব্যবসায়ী সমিতির সভাপতি প্রজাপতি প্রসাদ বলেন, মানাবাড়ি, বাগ্রাকোটের মত লাগোয়া চা বাগানগুলিতেও শনিবার বোনাস হয়ে যাওয়ায় এদিন দারুণ ব্যবসা হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kartik Aaryan | কবে বিয়ে করছেন কার্তিক? যা বললেন নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুদর্শন চেহারা। পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ। সবমিলিয়ে এখন বলিউডের (Bollywood) নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’ তিনি। বলিউডের সেই...

Asansol | আর্জেন্টিনায় ‘বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ’, আন্তর্জাতিক মঞ্চে সোনা জয় আসানসোলের সঞ্জিত দে’র

0
আসানসোলঃ আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করল আসানসোলের সঞ্জিত দে। আর্জেন্টিনায় অনুষ্ঠিত ‘বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ’-এর পেয়ারস বিভাগে সোনার পদক পেয়ে আসানসোলের নাম ইতিহাসের পাতায়...

India-Bangladesh | হিন্দুদের রক্ষা করতে কঠোর পদক্ষেপ নিন, বাংলাদেশকে বলল ভারত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চট্টগ্রামে হিন্দুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত (India-Bangladesh)। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই হামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার...

TMC | সাঁকোয়াঝোরায় উপনির্বাচনের প্রচারে তৃণমূল প্রার্থী

0
গয়েরকাটা: বৃহস্পতিবার মাদারিহাট বিধানসভার অন্তর্গত সাঁকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন মাদারিহাট উপনির্বাচনের তৃণমূল (TMC) প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এদিন গয়েরকাটার মা ভুবনেশ্বরী মন্দিরে...

Chhath Puja | অস্তগামী সূর্যকে অর্ঘ্য দিয়ে ছটপুজোয় শামিল পুণ্যার্থীরা

0
ব্যুরো রিপোর্ট: বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন নদীঘাটে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করে ছটপুজোয় (Chhath Puja) শামিল হলেন বিভিন্ন এলাকার ছটব্রতীরা। নিয়ম মেনে শুক্রবার সকালে ফের...

Most Popular