কালিয়াগঞ্জ: দেরিতে হলেও ঘুম ভাঙল সিপিএমের যুব সংগঠনের। উত্তরবঙ্গ সংবাদের খবরের জেরে এবার কবি সুকান্তের আবক্ষ মূর্তি পুনরায় স্থাপনের জন্য অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল ডিওয়াইএফআই। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৫ তম প্রয়াণ দিবসকে কেন্দ্র করে কবির আবক্ষ মূর্তি পুনরায় স্থাপনের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিএমের উত্তর লোকাল কমিটির যুব সংগঠন। এদিন অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন যুবনেতা মীনাক্ষ ঘোষ, অসিতরঞ্জন দাস, অয়ন দত্ত, ভারতেন্দ্র চৌধুরী, মনোরঞ্জন পাটোয়ারী প্রমুখ। এদিন মীনাক্ষ ঘোষ বলেন, ‘শহরের সুকান্ত মোড়ে কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে কবি সুকান্তের আবক্ষ মূর্তি বসানোর ক্ষেত্রে কোনও নির্দিষ্ট আশ্বাস আমরা পাইনি। আগামী দিনে আমরা কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যানের কাছে এই দাবি তুলে ধরব। আমরা চাই কবি সুকান্তের আবক্ষ মূর্তি এই মোড়ের মাথায় বসানো হোক।’
আরও পড়ুন : ফালাকাটায় ৩টি বিষধর সাপ উদ্ধার