Tuesday, December 3, 2024
Homeউত্তরবঙ্গDust Tea | ডিসেম্বরেই ই-নিলাম গুঁড়ো চায়ের 

Dust Tea | ডিসেম্বরেই ই-নিলাম গুঁড়ো চায়ের 

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: উত্তরবঙ্গের একমাত্র শিলিগুড়ি চা নিলামকেন্দ্রে গুঁড়ো চায়ের (Dust Tea) আলাদা ই-নিলাম (E-auction) ব্যবস্থা শুরু হবে। ইতিমধ্যে টি বোর্ডের তরফে এব্যাপারে সবুজ সংকেত মেলার পর প্রয়োজনীয় পরিকাঠামোগত কাজ শেষের পথে। এর ফলে নিলাম ব্যবস্থা আরও চাঙ্গা হবে বলে সংশ্লিষ্ট মহল জানাচ্ছে। শিলিগুড়ি চা নিলামকেন্দ্রের চেয়ারম্যান মহেন্দ্র বনশাল বলেন, ‘এতদিন গুঁড়ো ও সাধারণ চা  একসঙ্গে নিলাম হত। ফলে একেকটি নিলাম প্রক্রিয়া শেষ হতে প্রায় তিনদিন সময় লেগে যেত। সেটা এখন কমে দু’দিনে দাঁড়াবে বলে ধারণা।’

নিলামকেন্দ্র সূত্রে খবর, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের ৫০তম নিলাম থেকে নয়া ব্যবস্থা কার্যকরী হয়ে যাবে। এরপর থেকে সারাবছর দু’ধরনের নিলাম আলাদাভাবে চলবে। শিলিগুড়িতে প্রতি বুধবার করে নিলাম হয়। সেখানে অনলাইন নিলামের যে ব্যবস্থা বর্তমানে চালু আছে তা ইংলিশ মডেল নামে পরিচিত। গুঁড়ো চায়ের নিলামও ওই মডেলেই হবে। এজন্য অনলাইনে তথ্য আপলোড সহ আনুষঙ্গিক অন্য কাজ সম্পূর্ণ করতে শনি ও রবিবার নির্দিষ্ট সময়ের জন্য সার্ভার ও অ্যাপ বন্ধ থাকবে।

শিলিগুড়ি চা নিলামকেন্দ্রের মাধ্যমে মূলত সিটিসি চা বিক্রি হয়। এর বাইরে অল্প অর্থডক্স ও গ্রিন টি-ও নিলামে ওঠে। ডুয়ার্স,  তরাইয়ের সবক’টি বড় বাগানের  পাশাপাশি বটলিফ ফ্যাক্টরি তাদের উৎপাদিত চা বিক্রির জন্য ওই নিলামকেন্দ্রে পাঠায়। ডুয়ার্স, তরাই মিলিয়ে বড় বাগানের সংখ্যা প্রায় ২০০ ও বটলিফ ফ্যাক্টরিও ২০০-র কিছু বেশি। বছরে সেখানে মোট নিলামে ১৪০-১৫০ মিলিয়ন কিলোগ্রাম চা ওঠে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fake Note Seized | পুলিশের অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার...

0
কালিয়াচক: জাল নোট (Fake Note Seized) উদ্ধারে ফের সাফল্য কালিয়াচক থানার পুলিশের (Kaliachak Police)। বিপুল সংখ্যক জাল নোট সহ ২ কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ।...

KLO | চাকরির বিষয়ে পদক্ষেপ না নিলে আন্দোলনের হুমকি! প্রশাসনকে ১৫ দিনের চরমসীমা কেএলও’র

0
গৌরহরি দাস, কোচবিহার: আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের চাকরির বিষয়ে প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ না করলে কোচবিহারে জোরদার আন্দোলন হবে বলে হুমকি দিল কেএলও...

Mathabhanga | সিসিটিভি ক্যামেরা নিয়ে তরজা! কী হয়েছে মাথাভাঙ্গায়?

0
মাথাভাঙ্গা: এ যেন বজ্র আঁটুনি ফসকা গেরো। শহরজুড়ে লাগানো রয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা অথচ সেগুলির কোনটিই কাজ করছে না। বছর তিনেক আগে শহরের ব্যবসায়িক...

Mekhliganj | চর্চায় ভাটার টান, স্তব্ধ নাট্যজগৎ

0
মেখলিগঞ্জ: বছর দুই আগেও শীত আসার সঙ্গে সঙ্গেই শহরে নাট্যগোষ্ঠীগুলো যেন জেগে উঠত কোনও এক নতুন উদ্যমে। তাদের প্রযোজনায় একের পর এক নাটক মঞ্চস্থ...

Tea Garden Workers | গায়েব হচ্ছে চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা, ডুয়ার্সজুড়ে সক্রিয়...

0
পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: নকল ডেথ সার্টিফিকেট সহ একাধিক কায়দায় গায়েব হচ্ছে চা বাগান শ্রমিকদের (Tea Garden Workers) প্রভিডেন্ট ফান্ডের (Provident fund) টাকা। ডুয়ার্সজুড়ে এভাবেই সক্রিয়...

Most Popular