শিলিগুড়ি: ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩। কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদার বিস্তীর্ণ এলাকায়। এছাড়া অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা, বাংলাদেশ, ভুটানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, মেঘালয়ের গারো পাহাড়ের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উত্সস্থল। কম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর মেলেনি। তবে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন অনেকেই।