শ্রীনগর: ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।
Earthquake of Magnitude:4.0, Occurred on 22-01-2022, 02:53:40 IST, Lat: 33.06 & Long: 75.82, Depth: 10 Km ,Location: 83km E of Katra, Jammu and Kashmir, India for more information download the BhooKamp App https://t.co/h6tdaOhomp pic.twitter.com/vtb0CR5wHM
— National Center for Seismology (@NCS_Earthquake) January 22, 2022
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৮৩ কিলোমিটার পূর্বে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। যদিও ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।