ক্যালিফোর্নিয়া: ভূমিকম্পে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ইউএস জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ভুপৃষ্ঠ থেকে ১.৫ কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।
এর আগে বৃহস্পতিবার কেঁপে ওঠে জাপানের টোকিও শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। যদিও সুনামির আশাঙ্কা জারি করা হয়নি।