উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বুধবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইমএসসি) দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৪টে ৪৪ মিনিট নাগাদ (ভারতীয় সময়) কম্পন অনুভূত হয় দেশটিতে। যার তীব্রতা ছিল ৫.৬ রিখটার। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে।
অন্যদিকে, ভূমিকম্পের রেশ পড়েছে দিল্লিতেও। এদিন ভোরে কম্পন অনুভূত হয়েছে জাতীয় রাজধানী এবং সংলগ্ন এলাকায়। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। হঠাৎ বাড়িঘর কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। নেমে আসেন রাস্তায়। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২১ মার্চ আফগানিস্তানে ভূমিকম্প হয়েছিল। সেই সময় কম্পনের মাত্রা ছিল ৫। তার আগে ১৩ মার্চও কম্পন অনুভূত হয়েছিল।