কলকাতা: শনিবার ৯ জনের ইস্টবেঙ্গলকে হাতের কাছে পেয়ে হারাতে ব্যর্থ মহমেডান স্পোর্টিং ক্লাব। কোচ আন্দ্রেই চেরনিশভের ওপর অসন্তুষ্ট মহমেডান কর্তারা। ম্যাচের পর অবশ্য কর্তারা প্রাথমিকভাবে এ নিয়ে কিছু না বলেননি। তবে, এদিন থেকেই যে চেরনিশভকে নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে, তা মহমেডান সচিব ইশতিয়াক আহমেদ রাজুর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেছেন, ‘কোচ বদলের সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খুব শীঘ্রই এই নিয়ে আমরা বৈঠক করব। ইস্টবেঙ্গল ম্যাচ নিয়েও বিশ্লেষণ করা হবে।’
তিনি আরও যোগ করেছেন, ‘এর আগে কোচ বদলের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তারপর আমরা ভেবেছিলাম, চেরনিশভকে আরও একটা সুযোগ দেওয়া হোক। কিন্তু শনিবার দলের পারফরমেন্সে একদমই সন্তুষ্ট নই। প্রায় ৭০ মিনিট ৯ জনে খেলা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমরা একটাও গোলের সুযোগ তৈরি করতে পারিনি। এটা একদমই মানতে পারছি না। বিনিয়োগকারীরা এত খরচ করে দল গড়ছেন, দলের পারফরমেন্স খারাপ হলে ওরাও আগ্রহ হারাবেন।’
দলের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্লাব সচিব। তিনি বলেছেন, ‘ম্যাচ চলাকালীন অ্যালেক্সিস গোমেজ ও মিরজালোল কাশিমভ নিজেদের মধ্যে ঝগড়া করছে। বিষয়টা খুবই দৃষ্টিকটু। দলের শৃঙ্খলার বিষয়টিও দেখতে হবে।’ আগামী ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু বদল আসছে। একজন বিদেশি স্ট্রাইকার ও ভালো মানের স্বদেশী স্ট্রাইকার নেওয়ার পরিকল্পনা রয়েছে মহমেডানের। মহমেডান সচিব রাজু বলেছেন, ‘আগামী ট্রান্সফার উইন্ডোতে বেশকিছু পরিবর্তন হতে পারে। সিজার মানঝোকির পারফরমেন্সে ক্লাব সন্তুষ্ট নয়। আমরা ফুটবলার পরিবর্তন নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করব।’