Sunday, January 19, 2025
HomeখেলাধুলাEast Bengal-Mohun Bagan | বড় ম্যাচে অস্কারের চিন্তা রক্ষণই

East Bengal-Mohun Bagan | বড় ম্যাচে অস্কারের চিন্তা রক্ষণই

সায়ন্তন মুখোপাধ্যায়, কলকাতা: মোহনবাগান সুপার জায়েন্ট-ইস্টবেঙ্গল বড় ম্যাচের আসর বসছে কলকাতা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে। তার ওপর শেষ দুই ম্যাচে লাল-হলুদ যেভাবে পয়েন্ট খুইয়েছে তাতে তাদের সমর্থকরাও বোধহয় কিছুটা মুষড়ে পড়েছে। তাই মহারণের আগে কলকাতায় দল যখন চূড়ান্ত মহড়া সারল, তখন ফুটবলারদের শুভেচ্ছা জানাতে এলেন হাতেগোনা জনা সাতেক সমর্থক।

শনিবারের বড় ম্যাচে ইস্টবেঙ্গলের নতুন করে হারানোর কিছু নেই। মাঝে টানা দুই ম্যাচ জিতলেও ফের তাল কেটেছে। সেইসঙ্গে আরও প্রকট হয়ে উঠেছে চোট-আঘাত সমস্যা। এর মধ্যেও শিবিরের মেজাজটা ঠিক রাখতে চেষ্টায় ত্রুটি রাখছেন না অস্কার ব্রুজোঁ। তবুও চিন্তা যে থেকেই যাচ্ছে। সবুজ-মেরুনের বিরুদ্ধে এই ম্যাচে অস্কারের সবচেয়ে বড় চিন্তার জায়গা রক্ষণ। বিশেষ করে আনোয়ার আলির না থাকাটাকে চাইলেও কোনওভাবেই এড়িয়ে যেেত পারছেন না তিনি। শুক্রবার চূড়ান্ত পর্বের মহড়াতেও হেক্টর ইউস্তে, হিজাজি মাহের, লালচুংনুঙ্গাদের দিকে বাড়তি নজর দেন স্প্যানিশ কোচ। আসলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে রক্ষণের ভুলেই যে গোল হজম করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ডার্বিতেও তার পুনরাবৃত্তি হোক, তা একেবারেই চাইছেন না লাল-হলুদ কোচ। তবে দলের চাপে থাকাটাকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। এই প্রসঙ্গে বলেছেন, ‘চাপ থাকাটা আমারা উপভোগই করি।’ এই মরশুমে পরিসংখ্যান ঘাঁটলেও দেখা যাবে একাধিক ম্যাচে পিছিয়ে পড়ার পরও প্রত্যাবর্তন করেছে ইস্টবেঙ্গল। শনিবারও কি তেমন কিছু হবে? সেটা অবশ্য সময়ই বলবে।

তবে গত ডার্বির তুলনায় দলের পরিস্থিতি এখন অনেক ভালো বলেই মনে করছেন অস্কার। বললেন, ‘আইএসএলের প্রথম ডার্বিতে আমাদের জেতার সম্ভাবনা কম ছিল। সেখানে এখন পরিস্থিতি অনেক ভালো। চোট-আঘাতের জন্য কয়েকজন ফুটবলাররের অভাব বোধ করলেও দলে আত্মবিশ্বাসের অভাব নেই।’ যদিও লাল-হলুদের সিংহভাগ ফুটবলারই বলছেন এই ডার্বিটা কঠিন হবে। হিজাজি এককথায় মেনে নিলেন ইস্টবেঙ্গল জার্সিতে এটাই তাঁর অন্যতম কঠিন ম্যাচ হতে চলেছে। নন্দকুমার শেখর বলে গেলেন, ‘ডার্বি মানেই কঠিন। এই ম্যাচটাও তার ব্যতিক্রম হবে না। তবে গুয়াহাটি আমার খুব পছন্দের ভেনু। অনেক গোল আছে ওই মাঠে। এবারও সুযোগ পেলে গোল করতে চাই।’ ক্লেইটন সিলভার গলায় অন্য সুর। তিনি বেশ খোশমেজাজেই আছেন। এদিন মাঠ ছাড়ার সময় বললেন, ‘ডার্বি অন্যরকম ম্যাচ হলেও বাড়তি চাপ নিচ্ছি না।’ তবে কলকাতার বাইরে বড় ম্যাচ, মন থেকে মেনে নিতে পারছেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এদিকে এদিন অনুশীলনের শুরুতে সাউল ক্রেসপোর সঙ্গে আলাদা করে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় অস্কারকে। যদিও এই ডার্বিতে তাঁকে পাওয়া যাচ্ছে না।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

AAP | নিষেধ সত্ত্বেও কেজরিওয়ালকে নিয়ে তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ করল আপ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের উপর তৈরি তথ্যচিত্রের ট্রেলার প্রকাশিত, নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিডিও প্রকাশ করল আপ। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল তাদের...

Siliguri | মেলেনি সরকারি ঘর, বন্ধ বৃদ্ধ ভাতা! ভাঙা ঘরে শীতের কুয়াশা ঘুম ভাঙায়...

0
ফাঁসিদেওয়াঃ কে বা কারা ঘরের ছনের বেড়ায় লাগিয়ে দিয়ে গিয়েছেন দিদির সুরক্ষা কবচের স্টিকার। কিন্তু, নানাবিধ সরকারি সুবিধা তো দূরস্থ, আবেদন করেও মেলেনি পাকা...

New Delhi । দিল্লি বিধানসভা নির্বাচনে বাঙালি মন জয়ে আসরে বাংলার বিজেপি সাংসদরা

0
নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : দিল্লির বাঙালিদের ভোট পেতে এবার আসরে বাংলার সাংসদরা। দিল্লির ১৭ লক্ষ বাঙালি ভোটারের মন জিততে এবার বাংলার সাংসদদের ভোট ময়দানে...

Mandir khola | হোমস্টে থেকে ফেরার পথে পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে গেল গাড়ি! প্রাণে...

0
শিলিগুড়িঃ পানবু ভিউ হোমস্টে থেকে ফেরার পথে মন্দির খোলার কাছে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বোলেরো গাড়ি। জানা গিয়েছে, গাড়িটিতে ড্রাইভার সহ ৫ জন...

S. Jaishankar | জয়শংকরের নিশানায় ‘ক্যানসার’ পাকিস্তান!

0
নয়াদিল্লি: পাকিস্তানকে এবার মারণরোগ ক্যানসারের সঙ্গে তুলনা করলেন এস জয়শংকর। বিদেশমন্ত্রীর মতে, ভারতের প্রতিবেশী দেশে সন্ত্রাসবাদ ক্যানসারের মতো বাসা বেঁধেছে। এখন সেই রোগ সেদেশের...

Most Popular