উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। একই সঙ্গে কগ্রেসের ওভারসিজ ইউনিটের প্রধান শ্যাম পিত্রোদার নামও রয়েছে চার্জশিটে। ২৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে স্পেশাল কোর্ট। বিচারক বিশাল গগনে জানিয়েছেন, সরকারপক্ষের দয়ের করা অভিযোগ ( পরবর্তীতে বিচারের জন্য গ্রহণ করা হবে। ইডির আইনজীবী ও তদন্তকারী অফিসারকে আদালতের সামনে কেস ডায়েরিও পেশ করতে বলা হয়েছে। এই প্রথম কোনও মামলায় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির বিরুদ্ধে চার্জশিট দাখিল হল। শনিবারই ইডির তরফে কংগ্রেস নিয়ন্ত্রিত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড বা এজেএলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্তে ৬৬১ কোটি টাকার স্থাবর সম্পত্তি দখলের নোটিশ জারি করে।
বিজেপির সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে দিল্লির পাতিয়ালা হাউস আদালতের ২০১৪ সালের জুনে দেওয়া একটি নির্দেশের ভিত্তিতে ২০২১ সালে ইডি এই মামলার তদন্ত শুরু করে। সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, সোনিয়া-রাহুল সহ কংগ্রেসের বিশিষ্ট নেতারা এবং ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড গঠন করে বেআইনি ভাবে এজেএল-এর সম্পত্তি অধিগ্রহণ করে। যার মূল্য ২০০০ কোটি টাকারও বেশি।
যদিও ২০০৮ সালে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। এর পর সেই অবস্থাতেই সংস্থাটি অধিগ্রহণ করেছিল ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড। ফলে একদিকে যেমন ন্যাশনাল হেরাল্ড-এর কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি চলে এসেছিল ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের কাছে, তেমনই এই দেনার ভার থেকেও এজেএলও মুক্ত হয়েছিল। এমনকী, তাদের ঋণের টাকাও মকুব করা হয়েছিল।