উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মিটতেই রাজ্যে আবার তৎপর কেন্দ্রীয় সংস্থাগুলি। শনিবার সকালে কলকাতা (Kolkata) এবং শহরতলিজুড়ে একাধিক জায়গায় হানা দেয় ইডি (ED Raid in Kolkata)।
ইডি সূত্রে খবর, কলকাতা এবং আশপাশের কমপক্ষে আটটি জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল। জানা গিয়েছে, আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্ত করতেই এদিন সকালে অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোটি কোটি টাকার আর্থিক তছরুপের এই মামলায় বিদেশি যোগও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।