নয়াদিল্লি: গোরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এরপর একে একে গ্রেপ্তার হয়েছেন তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, এনামুল হক, হিসেবরক্ষক মণীশ কোঠারি, মেয়ে সুকন্যা সহ আরও অনেকে। তবে এখনও শেষ হয়নি গ্রেপ্তারির তালিকা। ইডির তরফে জানানো হয়েছে, তদন্ত এগিয়ে চলেছে দ্রুত গতিতে। গ্রেপ্তারি এখানেই শেষ নয়। আরও অনেককেই এই মামলায় গ্রেপ্তার করা হবে। জানা গিয়েছে, ইডির আইনজীবী নীতেশ রানা দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে একথা জানান।
প্রসঙ্গত, গতকাল গোরু পাচার মামলায় অনুব্রত সহ এনামুল হক, সতীশ কুমারদের দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। অভিযুক্তদের সকলকেই চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হয়। এদিকে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত’র মেয়ে সুকন্যাও। দু’জনেই এখন তিহাড় জেলে বন্দি। এসবের মধ্যেই ইডি’র এমন মন্তব্যে জোর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।