উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাট দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে। সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দিতে বলা হয়েছে আগামী মঙ্গলবার। শুধু অভিনেত্রী একাই নয়, তার সঙ্গে তলব করা হয়েছে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও।
সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪-’১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নিয়েছিলেন তিনি।আর তার বদলে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে,প্রতিশ্রুতি দেওয়া হয় তাদের।কিন্তু এই প্রবীণ নাগরিকেরা না পেয়েছেন টাকা ফেরত, না পেয়েছেন বাসস্থান।এই নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা পুলিশে অভিযোগ দায়ের করেন। তাতে লাভ কিছুই হয়নি। অভিনেত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়, তিনি সমন পেয়েও হাজিরা দেননি। কোন উপায় না পেয়ে প্রতারিতদের সঙ্গে নিয়ে শঙ্কুদেব ইডি দপ্তরে যান।
যদিও অভিযোগ প্রকাশ্যে আসার পর যখন তোলপাড় হয় রাজ্য, ঠিক তখন নুসরত একটি সাংবাদিক বৈঠকও করেন। সেখানে তিনি দাবি করেন, ‘সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছি।সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছি। ওই সংস্থার সঙ্গে আমার আর কোনও যোগাযোগ নেই। আমি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নই।’ তবে এই সাংবাদিক বৈঠকে নিজের বক্তব্যের বাইরে আর কোন প্রশ্নের উত্তর দেননি তিনি।এরপর এক অনুষ্ঠানে বন্ধু যশ দাসগুপ্তকে পাশে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন ইডি তাকে ডাকবেন না। তখন এই জল্পনাও শোনা গিয়েছিল যশ বিজেপি ঘনিষ্ঠ বলেই কি ইডি ডাক নিয়ে এতটা আত্মবিশ্বাসী নুসরত?
পশ্চিমবঙ্গে একাধিক ইস্যুতে দুর্নীতির মামলায় সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিক্ষক নিয়োগ মামলায় কিছুদিন আগে তলব করা হয়েছিল যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে। কিন্তু নুসরতের নামে উঠে আসা দুর্নীতির অভিযোগে অভিনেত্রী কার্যত নিশ্চিত ছিলেন তাকে ইডি তলব করবে না। বর্তমানে দেখা গেল ইডিকে নিয়ে নুসরতের করা ভবিষ্যদ্বাণী মিলল না। কেন্দ্রীয় সংস্থা তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল।তবে সবচেয়ে বড় প্রশ্ন হল নির্দিষ্ট দিনে বসিরহাটের সাংসদ ইডি দপ্তরে হাজির হন কিনা? তাই আগামী মঙ্গলবারের দিকে তাকিয়ে রাজ্যবাসি।